For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা নিয়ে মোদীর বক্তব্য হিন্দুত্বের গোপন অ্যাজেন্ডা! চরম তোপ তৃণমূলের

  • |
Google Oneindia Bengali News

জাতির উদ্দেশে বৃহস্পতিবার রাত ৮ টায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ ভাষণের উদ্দেশ্য ছিল করোনা ভাইরাস নিয়ে দেশবাসীকে সতর্ক করা। আর মোদীর সেই ভাষণ নিয়ে এবার তোপ দাগতে ছাড়ল না তৃণমূল কংগ্রেস। দলের তরফে সুব্রত মুখোপাধ্যায় মুখ খোলেন ।

মোদীর বক্তব্য হিন্দুত্বের গোপন অ্যাজেন্ডা!

মোদীর বক্তব্য হিন্দুত্বের গোপন অ্যাজেন্ডা!

ঘাসফুল শিবিরের তরফে মুখ খুলে সুব্রত মুখোপাধ্যায় বলেন, মোদীর ভাষণে রয়েছে ' হিন্দুত্ব আর আরএসএস-র গোপন অ্যাজেন্ডা। জাতির বিপদের সময় এমন পদক্ষেপের আমরা নিন্দা করি ।' সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য এখানেই শেষ হয়নি। তিনি এরপরেও মোদীর ভাষণ নিয়ে একের পর এক তোপ দাগেন।

 ব্যর্থ মোদী!

ব্যর্থ মোদী!

সুব্রত মুখোপাধ্যায় বলেন, ' দেশকে এমন বিশ্বমহামারী নিয়ে দিশা দেখাতে ব্যর্থ হয়েছেন মোদী। কোন পদক্ষেপ নেওয়া হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তার জায়গায় উনি ঘন্টা বাজানোর মতো অদ্ভুত কথা বলেছেন।' তাঁর প্রশ্ন, ঘন্টা বাজিয়ে কীভাবে করোনা নির্মূল হবে..? '

একহাত নিয়েছেন ডেরেক

একহাত নিয়েছেন ডেরেক

এদিকে, তৃণমূলের তরফে ডেরেক ও ব্রায়ানের প্রশ্ন , মোদী কি সংসদে থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারতেন না? আলাদা করে ভিডিও রেকর্ড করে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কী প্রয়োজনীয়তা ছিল , তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক। বিষয়টিকে 'গিমিক' বলে উল্লেখ করেন তিনি।

তৃণমূলের বার্তা

তৃণমূলের বার্তা

এদিকে, তৃণমূল কংগ্রেস জানায়, যেখানে গোটা দেশ করোনার মতো মহামারী থেকে পরিত্রাণের রাস্তা খুঁজছে সেখানে প্রধানমন্ত্রী নিজের প্রচার করছেন। ডেরেকের দাবি, প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপ মানা যায় না।

English summary
PM Modi's coronavirus address criticised by TMC,says its Hindutva Agenda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X