For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সভার জন্য ৫০ লক্ষ টাকা দিয়ে ট্রেনের আসন বুকিং বিজেপির

উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করবেন নরেন্দ্র মোদী। তারপর সেখান থেকে ফিরে আসবেন কলকাতায়। ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করবেন নরেন্দ্র মোদী। তারপর সেখান থেকে ফিরে আসবেন কলকাতায়। ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে এটাই ব্রিগেডে মোদীর প্রথম জনসভা। ব্রিগেডে জানুয়ারি মাসে ইউনাইটেড ফ্রন্টের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মোদী সরকারকে সরানোর ডাক দেন। বুধবার সভা করে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন মোদী।

মোদীর সভার জন্য ৫০ লক্ষ টাকা দিয়ে ট্রেনের বুকিং বিজেপির

বুধবার নরেন্দ্র মোদীর সভার জন্য চারটি ট্রেনের সব আসন বুকিং করেছে বিজেপি়। ব্রিগেডের সভায় এইসব ট্রেনে করে বিভিন্ন জেলা থেকে বিজেপি সদস্যরা-সমর্থকেরা আসবেন।

[আরও পড়ুন: দিল্লিতেও দলবদলের ধাক্কা! কেজরিওয়ালের দলের এই নেতাকে দেখা যেতে পারে বিজেপির প্রচারে][আরও পড়ুন: দিল্লিতেও দলবদলের ধাক্কা! কেজরিওয়ালের দলের এই নেতাকে দেখা যেতে পারে বিজেপির প্রচারে]

জানা গিয়েছে, লালগোলা থেকে একটি ট্রেন, রামপুরহাট থেকে একটি ট্রেন, একটি ঝাড়গ্রাম ও একটি ট্রেন পুরুলিয়া থেকে আসবে। এই ট্রেনগুলি বুক করতে বিজেপির তহবিল থেকে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

[আরও পড়ুন:আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী দশরথ তিরকের প্রচারে অভিষেক, বিঁধলেন কেন্দ্রকে][আরও পড়ুন:আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী দশরথ তিরকের প্রচারে অভিষেক, বিঁধলেন কেন্দ্রকে]

English summary
PM Modi's brigade Rally : BJP booked 4 trains for 50 lacs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X