For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভাল কাজ হয়েছে, আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর মমতার প্রশংসা মোদীর

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভাল কাজ হয়েছে, আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর মমতার প্রশংসায় মোদী

Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় আম্ফান কি ঘুচিয়ে দিল দূরত্ব! বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভাল কাজ হয়েছে। বসিরহাটে প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লড়াই চলছে। বাংলার পােশ কেন্দ্র রয়েছে বলে প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রধানমন্ত্রী

বসিরহাটে প্রশাংসনি বৈঠকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভাল কাজ হয়েছে। আম্ফানে যাতে কম ক্ষতি হয় তার সবরকম চেষ্টা চালিয়েছেন মুখ্যমন্ত্রীর তাঁর নেতৃত্বে লড়াই চলছে। এবং বাংলার এই দুর্দশার সময়ে কেন্দ্র এবং গোটা দেশ পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ক্ষতির ক্ষতিয়ান প্রধানমন্ত্রীকে

ক্ষতির ক্ষতিয়ান প্রধানমন্ত্রীকে

বসিরহাটে রাজ্যের উদ্যোগে আয়োজিত প্রশাসনিক বৈঠকে আম্ফানের ক্ষতির খতিয়ান তুলে ধরা হয়। কিন্তু ইন্টারনেট না থাকার কারণে প্রেজেন্টেশন করা যায়নি। তবে পুরো তথ্য খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী। সেখানে ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

সবরকম সাহায্যের আশ্বাস

সবরকম সাহায্যের আশ্বাস

আম্ফানের ক্ষতির খতিয়ান দেখার পর প্রাথমিক পর্যায়ে এক লাখ কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন। বাংলা যাতে আবার উঠে দাঁড়াতে পারে তার জন্য রাজ্য সরকার সবরকম সাহায্য করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈপরিত্য ঘোচাল আম্ফান

বৈপরিত্য ঘোচাল আম্ফান

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী যে মুখ্যমন্ত্রীর রয়েছে এ নতুন কথা নয়। একাধিকবার কেন্দ্র রাজ্য সংঘাত চরমে উঠেছে। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া না মেটানোর অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোটবাতিলের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম সরব হয়েছিলেন। এই নিয়ে প্রবল আন্দোলন শুরু করেছিলেন তিনিই। এমনকী এনআরসি, এনপিআর নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে মুখ্যমন্ত্রী। কিন্তু আম্ফানের বিধ্বংসী বিপর্যয় সেই দূরত্ব ঘুচিয়ে দিয়েছে কয়েক ঘণ্টার মধ্যে।

বাংলাকে ১০০০ কোটি টাকার সাহায্য কেন্দ্রের! আম্ফান পরিস্থিতি পরিদর্শনের পর মোদী যা জানালেন বাংলাকে ১০০০ কোটি টাকার সাহায্য কেন্দ্রের! আম্ফান পরিস্থিতি পরিদর্শনের পর মোদী যা জানালেন

English summary
PM Modi praised Mamata Banerjee after visit amphan effected area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X