For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতার নেশায় বাংলাকে শেষ করছেন মমতা! বাঁকুড়ার সভা থেকে চড়া আক্রমণ মোদীর

ক্ষমতার নেশা রয়েছে মমতার। আর সেই নেশাতেই বাংলাকে শেষ করছেন তিনি। বাঁকুড়ার সভা থেকে এমনটাই অভিযোগ প্রধানমন্ত্রীর। রাজ্যে জয় শ্রীরাম বললেই ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

Google Oneindia Bengali News

ক্ষমতার নেশা রয়েছে মমতার। আর সেই নেশাতেই বাংলাকে শেষ করছেন তিনি। বাঁকুড়ার সভা থেকে এমনটাই অভিযোগ প্রধানমন্ত্রীর। রাজ্যে জয় শ্রীরাম বললেই ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। বাংলায় গুণ্ডাতন্ত্র চলার অভিযোগ করে, মোদী বলেন, ২৩ মের পর অত্যাচারীদের সবাইকে খুঁজে বের করা হবে।

'বাংলাকে শেষ করছেন মমতা'

দিদি ক্ষমতায় নেশায় বাংলাকে শেষ করছেন। আর নিজের ক্ষমতা চলে যাওয়ার ভয়ে উনি বাংলাকে আরও শেষ করে দিচ্ছেন। এমনটাই
অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

'আবার একবার মোদী সরকার'

২৩ মে আবার একবার দেশে মোদী সরকার প্রতিষ্ঠা পাবে। বাঁকুড়ার সভা থেকে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে দেশকে এগিয়ে
নিয়ে যেতে সহায়তা করুন। আহ্বান জানিয়েছেন মোদী।

'জয় শ্রীরাম বললেই ভয় দেখানো হচ্ছে'

'জয় শ্রীরাম বললেই ভয় দেখানো হচ্ছে'

দিন কয়েক আগে চন্দ্রকোণা থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখে জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা গিয়েছিল কয়েকজন যুবককে। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে
এগিয়ে যেতেই তারা পালিয়ে যায়। মমতা প্রশ্ন করেছিলেন কেন পালিয়ে যাচ্ছেন তারা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। বুধবার ভাটপাড়ায় মদন মিত্রের নির্বাচনী র‍্যালিতে জয় শ্রীরাম ধ্বনি তোলা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন এটা তাদের সংস্কৃতি নয়। তবে বিজেপির অভিযোগ জয় শ্রীরাম ধ্বনি তুললেই ভয় দেখানো হচ্ছে। এদিনের সভা থেকে সেই কথাই উল্লেখ করেন মোদী।

[আরও পড়ুন:বিজেপিকর্মীদের কাজের সঙ্গে টানলেন রবীন্দ্রনাথকে! কয়লা মাফিয়াদের মদত দিদির, অভিযোগ প্রধানমন্ত্রীর ][আরও পড়ুন:বিজেপিকর্মীদের কাজের সঙ্গে টানলেন রবীন্দ্রনাথকে! কয়লা মাফিয়াদের মদত দিদির, অভিযোগ প্রধানমন্ত্রীর ]

'অত্যাচারীদের খুঁজে বের করা হবে'

প্রধানমন্ত্রীর অভিযোগ বাংলায় গুণ্ডাতন্ত্র চলছে। ২৩ মের পর অত্যাচারীদের খুঁজে বের করা হবে। ২৩ মের পর মানুষ এঁদের কাজের হিসেব নেবেন বলেও জানান মোদী।

[আরও পড়ুন: পুরুলিয়ায় মোদীর সভায় চেয়ার ছোড়াছুড়ি! প্রতিক্রিয়ায় কী বললেন মমতা ][আরও পড়ুন: পুরুলিয়ায় মোদীর সভায় চেয়ার ছোড়াছুড়ি! প্রতিক্রিয়ায় কী বললেন মমতা ]

English summary
PM Modi alleged Mamata Banerjee ruins Bengal, due to her power hungry attitude. He alsoalleged people lives in fear on Joy SreeRam issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X