হাইভোল্টেজ 'পিঙ্ক বল টেস্ট' ঘিরে মমতা-হাসিনা বৈঠক! একনজরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরসূচি
বহু প্রতিক্ষার পর আজ ভারত পেতে চলেছে দেশের মধ্যে প্রথম পিঙ্ক বল টেস্ট।বঙ্গসন্তান সৌরভ বিসিসিআই প্রেসিডেন্টের তখতে বসতেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্স। ভারত বনাম বাংলাদেশের এই দিবরাতের টেস্ট ঘিরে এদিন কলকাতায় কার্যত চাঁদের হাট! সমারোহে উপস্থিত থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইডেনের সমারোহ ঘিরে দুই বাঙালি নেত্রী এদিন ফের একবার মুখোমুখি হতে চলেছেন। জানা গিয়েছে, কলকাতা সফরের আগেই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে মমতা-হাসিনা সাক্ষাৎ ছাড়া এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে।
এদিন ঢাকা বিমানবন্দর থেকে বেলা ১০ টায় কলকাতার উদ্দেশে রওনা দেবেন শেখ হাসিনা। এরপর বেলা ১০:২৫ মিনিটে তিনি পৌঁছে যাচ্ছেন কলকাতায়। বেলা ১২:১০ মিনিট নাগাদ শুরু হবে ইডেনে সংবর্ধনা পর্ব। সেখানে বিশেষভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মানিত করা হবে। এরপর ১২:২০ মিনিট নাগাদ ইডেনে পিঙ্ক বল হস্তান্তর অনুষ্ঠানে হাজির থাকবেন হাসিনা। দুপুর ১টা নাগাদ টেস্ট ম্যাচের প্রথম সেশন শেষ হচ্ছে। এরপরই মদ্যাহ্ন ভোজ সম্পন্ন করে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসছেন। এরপর সন্ধ্যে ৮ টা নাগাদ ইডেনে আয়োজিত হবে বিশেষ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপরই রাত ১০ টা নাগাদ তিনি ঢাকার উদ্দেশে রওনা হবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।