For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গঙ্গাসাগরে এসেও পুণ্যস্নান আর করা হল না, পথেই শেষ ভিনরাজ্যের পুণ্যার্থীর জীবন

সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। সেই প্রবাদ বাক্যই য়েন সত্যি হয়ে গেল এই পুণ্যার্থীর। পুণ্যলাভের জন্য গঙ্গাসাগরে এসে পুণ্যস্নান করতে যাওয়ার সময় মৃত্যু হল তাঁর।

  • |
Google Oneindia Bengali News

সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। সেই প্রবাদ বাক্যই য়েন সত্যি হয়ে গেল এই পুণ্যার্থীর। পুণ্যলাভের জন্য গঙ্গাসাগরে এসে পুণ্যস্নান করতে যাওয়ার সময় মৃত্যু হল তাঁর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্রিংগান রানি। বছর ৫২-র এই পুণ্যার্থী মধ্যপ্রদেশ থেকে এসেছিলেন গঙ্গাসাগরে তীর্থ করতে।

গঙ্গাসাগর তীর্থে এসে পুণ্যস্নানের আগেই মৃত্যু পুণ্যার্থীর

সোমবার ভোরে গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন শ্রিংগার। নামখানার এক নম্বর বাসস্ট্যান্ডে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখান থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। গঙ্গাসাগরে পূণ্যস্নান আর করা হল না। তীর্থে এসেই শেয হয়ে গেল জীবন।

উল্লখ্য, সোমবার সন্ধ্যার ৬টা ৯ মিনিটের পর থেকে গঙ্গাসাগরে শুরু হবে মকরসংক্রান্তির পুণ্যস্নান। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলবে এই স্নান। কপিলমুনি মন্দিরের অধ্যক্ষ স্বামী জ্ঞানদাস মহন্ত জানিয়েছেন, স্নানের সবথেকে ভালো সময় মঙ্গলবার ভোর চারটে থেকে সকাল সাতটা।

English summary
Pilgrim came from Madhya Pradesh is died in Gangasagar before ablution.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X