শিক্ষক নিয়োগে বিপিইএড-দের অগ্রাধিকারের দাবিতে মামলা হাইকোর্টে
যোগ্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না অথচ যারা প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হবু শিক্ষকরা। হাইকোর্টের শীতকালীন অবকাশের পর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মামলাকারির আইনজীবী জানান, গত ২৩ নভেম্বর রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়, রাজ্যের ১৬,৫০০ শূন্য পদের জন্য শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হবে। সেখানে আরও বলা হয়েছে বিএড এবং ডি এলএড প্রশিক্ষণ প্রাপ্ত তারা প্রাইমারি স্কুলের শরীর শিক্ষা জন্য আবেদন বা অগ্রাধিকার পাবেন। কিন্তু অভিযোগ, বিপিএড প্রশিক্ষণপ্রাপ্তদের সেই সুযোগ বঞ্চিত করছেন প্রাথমিক শিক্ষা সংসদ।
মামলাকারী মিলন কুমার জানা সহ ৩০ জন চাকরিপ্রার্থীর দাবি, ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন (বিপিইএড) দু বছরের এই বিশেষ কোর্স শুধুমাত্র শারীর শিক্ষার উপর এই প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু কেন প্রাথমিক শিক্ষা সংসদ তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
