For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোবেল চুরির তদন্ত দেওয়া হোক সিআইডিকে, জনস্বার্থ মামলা দায়ের

শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল চুরি ঘটনায় সিআইডি তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল চুরি ঘটনায় সিআইডি তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।

 নোবেল চুরির তদন্ত দেওয়া হোক সিআইডিকে, জনস্বার্থ মামলা দায়ের

২০০৪ সালে শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি যায়। তারপর থেকে ১৩ বছর অতিক্রান্ত। কিন্তু এই ১৩ বছরে দায়িত্ব নিয়ে কোনও ইতিবাচক ভূমিকা দেখাতে পারেনি সিবিআই। এর আগে সিবিআই-এর ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬-র অগাস্টে বলেছিলেন রাজ্য পুলিশ তদন্ত শুরু করতে পারে। রাজ্য সরকার এই তদন্তভার নেওয়ার ইচ্ছে প্রকাশ করে চিঠিও লেখে। কিন্তু সিবিআই এখনও সেই তদন্তভার ছাড়েনি এখনও। তবে সিবিআই দুবার রিপোর্ট ফাইলও করে। মামলায় আদালত রায় দিলেই তদন্ত শুরু করবে।

২০০৪ সালের ২৫ মার্চ শান্তিনিকেতন থেকে নোবেল চুরি গিয়েছিলে। চুরি হয়েছিল আরও কিছু মূল্যবান জিনিস। প্রথমে তদন্ত শুরু করেছিল বীরভূম জেলা পুলিশ। কিন্তু আন্তর্জাতিক যোগসূত্রের অভিযোগ ওঠায় তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। কিন্তু তারা সেই তদন্ত শেষ করতে পারেনি। ২০১০ সালে সিবিআই তদন্ত বন্ধ করে দেয়।

মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে দায়িত্ব দিয়ে তদন্তকারী দলও গঠন করেন। কিন্তু সিবিআই-এর কাছ থেকে তদন্তভার হস্তান্তর না হওয়ায় তদন্তে এগোতে পারেনি বিশেষ তদন্তকারী দল।

English summary
Pil filed in the Calcutta High Court for cid investigation in Nobel theft
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X