‘কুৎসিত’ শব্দের মানে বোঝাতে কৃষ্ণাঙ্গের ছবি, বরখাস্ত বর্ধমানের স্কুলের দুই আধিকারিক
গতকালই দেখা যায় বর্ধমান জেলার এক প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি অ্যালফাবেট ইউ (U for ugly) এর উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছবি। প্রাক প্রাথমিকের ইংরেজি পাঠ্যের মধ্যে শেখানো হচ্ছে কালো বা কৃষ্ণাঙ্গ মাত্রেই সে কদাকার কুৎসিত। এরপরেই গর্জে ওঠেন অভিভাবকেরা। খবর পৌঁছায় শিক্ষা মন্ত্রীর কানেও।

এবার অভিযোগ পেতেই নড়েচড়ে বসল রাজ্যের শিক্ষামন্ত্রক। এই ঘটনায় ইতিমধ্যেই বর্ধমান পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই কর্মকর্তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বরখাস্ত হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের দুই আধিকারিক শর্বাণী মণ্ডল এবং বর্ণালী দাস।
এই স্কুলের তরফে ইস্যু করা বইয়েই কালো ব্যক্তিদের ছোটদের চোখে কদাকার বা বিশ্রী রূপে চিহ্নিত করা হচ্ছিল। এদিকে এই স্পর্শকাতর ঘটনা সামনে আনার জন্য সংবাদমাধ্যমকেও ধন্যবাদ দেন শিক্ষামন্ত্রী। এদিকে আমেরিকায় কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের নৃশংস হত্যা কাণ্ডের পর এখন সাড়া বিশ্ব জুড়েই চলছে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন। এর মাঝে বাংলার বুকে এই ঘটনা স্বাভাবিকভাবেই সমাজের বিভিন্ন স্তরে অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।

বিশ্বজুড়ে শেয়ার বিক্রির হিড়িক! সারাদিন ধরে সাপলুডোর মতো ওঠা নামা করল সেনসেক্স-নিফটি