For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই! 'জ্বালানি'র দরে নাজেহাল মধ্যবিত্ত

  • |
Google Oneindia Bengali News

জ্বালানিরে জ্বলনে হতভম্ব গোটা দেশ। ভারতের একাধিক মেট্রো শহরে ক্রমাগত যেভাবে জ্বালানির দাম বাড়তে শুরু করে দিয়েছে , তাতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। এবার পেট্রোল , ডিজেলের দর সেঞ্চুরি হাঁকিয়ে দেয় কী না, তা নিয়ে রয়েছে জল্পনা।

কলকাতায় পেট্রোলের দাম

কলকাতায় পেট্রোলের দাম

শনিবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৯০ টাকার ঘরে ঢুকে পড়ার আশঙ্কা ছিল। এরপর আজ আইওসির পাম্পে লিটার প্রতি পেট্রোলের দাম ২৮ পয়সা বেড়েছে। ফলে রবিবার কলকাতায় পেট্রোলের দাম ৯০.০১ টাকা হয়েছে।

কলকাতায় ডিজেলের দাম

কলকাতায় ডিজেলের দাম

এদিকে , কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৮২.৬৫ টাকা। ডিজেলের দাম হয়েছে ৩২ পয়সা। এমন এক পরিস্থিতিতে কেন্দ্র শুল্ক কমানোর সম্ভাবনা খারিজ করায় উদ্বেগ আরও বাড়ছে।

 জ্বালানির দাম ও কেন্দ্র রাজ্য সংঘাত

জ্বালানির দাম ও কেন্দ্র রাজ্য সংঘাত

প্রসঙ্গত, মেট্রো শহরগুলিতে এদিন জ্বালানির দাম ব্যাপক হারে বাড়তে দেখা যাচ্ছে। এমনতাবস্থায় বারবার কেন্দ্র, বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও জ্বালানির দরকে কাঠগড়ায় রাখছে। যেখানে বিরোধী শিবিরের দাম পেট্রোলের কেন্দ্র যেভাবে ২৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে যাচ্ছে ও ডিজেলে প্রায় ৮০০ শতাংশ শুল্ক বেড়েছে, তাতে দামের গতি রোখা অসম্ভব।

দিল্লিতে জ্বালানির ছ্যাঁকা

দিল্লিতে জ্বালানির ছ্যাঁকা

মায়ানগরী মুম্বইতে পেট্রোল লিটার প্রতি ছিল ৯৫ টাকা । ফলে সেখানে জ্বালানির দাম ১০০ টাকা ছোঁয় কী না সেদিকে নজর দেশের। এদিকে রবিবার দিল্লিতে পেট্রোলের দাম ৮৮.৭৩ টাকা প্রতি লিটারে দাঁড়িয়েছে। ডিজেলের দাম ৭৯.০৬ টাকা প্রতি লিটারে দাঁড়িয়েছে।

English summary
Petrol Price in Kolkata crosses Rs. 90 , Know the latest on rates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X