'নাগরিকত্ব' সম্পর্কিত আলোচনা সভার অনুমতি বাতিল আইআইটি খড়গপুরে
এবার নাগরিকত্ব সম্পর্কিত একটি সভা বাতিলের অভিযোগ উঠে আসছে আইআইটি খড়গপুর থেকে। বৃহস্পতিবার আইআইটি খড়গপুরের একদল গবেষক দাবি করেছেন যে ক্যাম্পাস চত্বরে এই কর্মসূচির অনুমতি নেওয়ার পরেও তা পরবর্তীকালে বাতিল করা হয়।

এই প্রসঙ্গে গবেষণা সংস্থা "এডুকেশন গ্রুপের" এক মুখপাত্র বলেন, প্রাথমিকভাবে, ১২ই ফেব্রুয়ারি ক্যাম্পাসের মধ্যে আইআইটি কর্মচারী পরিচালিত স্টাফ ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি দেওয়া হয়েছিল। তারপর মঙ্গলবার ক্লাব কর্তৃক জানানো হয় বেশ "কিছু কারণে" প্রত্যাহার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গবেষক আরও বলেন, "ক্লাবের তরফে বলা হয় আইআইটি খড়গপুরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে জাতীয় বিতর্কিত বিষয় নিয়ে ক্যাম্পাসের মধ্যে কোনওরকম আলোচনা করা যাবে না।"
যদিও এই প্রসঙ্গে আইআইটি খড়গপুরের কোনও কর্মকর্তাই বিশদে মুখ খুলতে চাননি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন এই সিদ্ধান্তের সঙ্গে সরকারের পক্ষপাতিত্বের বা কেন্দ্র বিরোধী নীতির কোনও সম্পর্ক নেই। যদিও এ নিয়ে ইতিমধ্যেই জোরদার বিতর্ক শুরু হয়েছে শিক্ষামহলে।