For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১ এর নির্বাচনে পর ভোটাররাই আপনাকে রাজনৈতিক শরণার্থী বানিয়ে ছাড়বে, মমতাকে হুঁশিয়ারি অমিত শাহ

ভোটাররাই করবে রাজনৈতিক শরণার্থী, মমতাকে হুঁশিয়ারি অমিত শাহ

Google Oneindia Bengali News

করোনা আবহে শোনা যায়নি সিএএ-র কথা। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য প্রথম ভার্চুয়াল সভায় অমিত শাহ তুলে আনলেন সিএএ-র কথা। কেন সিএএ-র বিরোধিতা, তা মানুষের কাছে স্পষ্ট করার বার্তা দিয়ে অমিত শাহ বলেন, সাধারণ মানুষই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক শরণার্থী করে দেবে।

মমতাকে রাজনৈতিক শরণার্থী করবে মানুষ

মমতাকে রাজনৈতিক শরণার্থী করবে মানুষ

দীর্ঘদিন পরে অমিত শাহের মুখে সেই সিএএ। এদিন তিনি ভার্চুয়াল সভায় বলেন সিএএ-র বিরোধিতা করে ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোষণের জন্যই সিএএ-র বিরোধিতা বলে উল্লেখ করেন তিনি। কেন সিএএ-র বিরোধিতা তা মানুষকে বলুন, বলেন অমিত শাহ। তিনি বলেন, শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছে সরকার। ভোটবাক্স খুললেই দেখতে পাবেন ভোটাররা আপনাকে বাংলায় রাজনৈতিক শরণার্থী করে দিয়েছে।

নাগরিকত্ব আইন নিয়ে সব থেকে বেশি বিরোধিতা মমতার

নাগরিকত্ব আইন নিয়ে সব থেকে বেশি বিরোধিতা মমতার

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বলতে গিয়ে অমিত শাহ বলেন, যখন এই আইন প্রণয়নের কাজ শুরু হয়েছিল, সেই সময়ে সব থেরে বেশি বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের কটাক্ষ সংশোধিত নাগরিকত্ব আইনে মমতার বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি ধাক্কা খেয়েছে। সেই কারণের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা বলেও মন্তব্য করেন তিনি।

অমিত শাহের প্রশ্ন

অমিত শাহের প্রশ্ন

অমিত শাহ এব্যাপারে প্রশ্ন তোলেন, রাজ্যের মতুয়া সমাজ, নমঃশূদ্র সমাজ, তথা বাংলাদেশ থেকে আসা মানুষ কী দোষ করেছে। তাঁর প্রশ্ন তাঁরা কেন ভারতের নাগরিকত্ব পাবে না। তাঁর আরও প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাঁদের এই অধিকার পেতে দিচ্ছেন না।

মোদী জমানার সাফল্যের খতিয়ান উল্লেখ

মোদী জমানার সাফল্যের খতিয়ান উল্লেখ

এদিনের ভার্চুয়াল সভায় অমিত শাহ গত ছয় বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। বিশেষভাবে তিনি উল্লেখ করেন, তিন তালাক প্রথা রদ, ৩৭০ ধারা রদ, রামমন্দির নির্মাণ, নাগরিকত্ব সংশোধনী আইনের মতো বিষয়।

 'বিজেপি ভাষণবাজ পার্টি, ওরা গান গায়, সিপিএম , কংগ্রেস তবলা বাজায়'! অমিতকে পাল্টা তোপ অরূপের 'বিজেপি ভাষণবাজ পার্টি, ওরা গান গায়, সিপিএম , কংগ্রেস তবলা বাজায়'! অমিতকে পাল্টা তোপ অরূপের

English summary
Amit Shah says wish of CM Mamata Banerjee will fulfil by the people of West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X