For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের জন্য ইমরানের কাছে আকুতি পাকিস্তানি আমজনতার! করোনাকালে জয় মিত্রতার

ভারত ও পাকিস্তানের মধ্যে আজন্ম শত্রুতা। দু-দেশ ভাগ হওয়ার পর মিত্রতার মুখ সে অর্থে দেখেনি ভারত ও পাকিস্তান। বিশেষ করে রাজনৈতিকস্তরে দূরত্ব বিস্তর বেড়ে গিয়েছে দুই প্রতিবেশী দেশের।

Google Oneindia Bengali News

ভারত ও পাকিস্তানের মধ্যে আজন্ম শত্রুতা। দু-দেশ ভাগ হওয়ার পর মিত্রতার মুখ সে অর্থে দেখেনি ভারত ও পাকিস্তান। বিশেষ করে রাজনৈতিকস্তরে দূরত্ব বিস্তর বেড়ে গিয়েছে দুই প্রতিবেশী দেশের। কিন্তু দুই দেশের জনগণই চান বন্ধুত্বের বাতাবরণে বাঁচতে। তাই পাকিস্তানের আমজনতা তাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছে ভারতের পাশে দাঁড়াতে।

ভারতের জন্য পাকিস্তানের আমজনতার দরবার

ভারতের জন্য পাকিস্তানের আমজনতার দরবার

একেবারেই অনভিপ্রেত মনে হতে পারে অনেকের। কিন্তু এটাই ঘটেছে এবার। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের জনগণের উদ্দেশে সংহতির বার্তা পাঠিয়েছেন। বার্তা দিয়েছেন করোনার ভয়াবহ বিপদের দিনে পাশে থাকার। কিন্তু এর পিছনে রয়েছে পাকিস্তানের আমজনতার দরবার।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড #IndiaNeedsOxygen

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড #IndiaNeedsOxygen

ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তানের আমজনতা দরবার করেছিল প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। বিপদের সময়ে ভারতের পাশে দাঁড়াতে পাকিস্তান সরকারের কাছে আর্জি জানান ওদেশের মানুষই। এমনকী পাকিস্তানের টুইটার ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করান #IndiaNeedsOxygen হ্যাশ ট্যাগটি।

ভারতের জন্য প্রাণ কেঁদেছে পাকিস্তানবাসীদের

ভারতের জন্য প্রাণ কেঁদেছে পাকিস্তানবাসীদের

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে দিশেহারা হয়ে উঠেছে ভারত। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। এই ঘটনায় প্রাণ কেঁদেছে পাকিস্তানবাসীদের। তাই রাজনৈতিক বিদ্বেষ, কূটনৈতিক শত্রুতা ভুলে ভারতের পাশে দাঁড়ানোর আর্জি জানান পাকিস্তানের মানুষেরা।

ভালো হয়ে ওঠো ভারত, আমরা তোমার সঙ্গে রয়েছি

এক পাকিস্তানি তাদের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে লিখেছেন- আমি আমাদের সরকারকে আবেদন করছি, যাতে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়। বিপদের মধ্যে রয়েছে ভারতের মানুষ। রাজনীতি ভুলে মানবিক হোক আমাদের সরকার। আবার একজন লিখেছেন- ভালো হয়ে ওঠো ভারত, আমরা তোমার সঙ্গে রয়েছি। একসঙ্গে করোনাকে পরাস্ত করব।

মানবতার খাতিরে ভারতের জন্য ইমরানের বার্তা

মানবতার খাতিরে ভারতের জন্য ইমরানের বার্তা

এরপর পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানও টুইটার হ্যান্ডেলে লেখেন-ভারতে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই চালানো জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। প্রতিবেশী দেশে এবং বিশ্বের যেখানে যাঁরা এই অতিমারীতে আক্রান্ত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। মানবতার খাতিরে এই বিশ্বব্যাপী চ্যালেঞ্জকে একসঙ্গে মোকাবিলা করতে হবে।

English summary
People of Pakistan give message to PM Imran Khan to stand beside of India in Corona situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X