For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নববর্ষের আনন্দে গা ভাসাল কোচবিহার

নববর্ষের দিন সকালে থেকে উপচে পড়া ভিড় কোচবিহারে প্রাণের ঠাকুর মদনমোহন বাড়িতে ।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

নববর্ষের দিন সকালে থেকে উপচে পড়া ভিড় কোচবিহারে প্রাণের ঠাকুর মদনমোহন বাড়িতে । পুজো দেওয়ার জন্য সকাল থেকে মানুষের ভির দেখা গেলো এলাকায়। এদিন বাংলা নববর্ষ উদযাপনে সকাল সকাল স্নান করে নতুন পোশাকের আনন্দে এদিনে ভাসাতে থাকে কচিকাঁচার দল। এদিকে, কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান।

নববর্ষের আনন্দে গা ভাসাল কোচবিহার

এদিন, কোচবিহার বিখ্যাত এই প্রাণের ঠাকুর মদনমোহন বাড়িতে ভিড় ছিল চোখে পড়ার মতো। এই উপলক্ষে মদনমোহন বাড়ির সামনে ঠাকুরের সামগ্রী কেনাকাটা করার জন্য দোকানগুলোতে ভিড়ও চোখে পড়ার মতো ছিল । নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সকালই কুচবিহার জেলার পুলিশ সুপার অমর সিং , এবং কোতোয়ালি থানার আইসি সমরজিৎ রায় এলাকা পরিদর্শন করেন। এছাড়া ট্রাফিক পুলিশের ডিএসপি চন্দন দাস সহ অন্যান্যরা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এদিন।

<span class=[আরও পড়ুন:নববর্ষে শুভেচ্ছা বার্তায় মিমি কী বললেন 'ওয়ান ইন্ডিয়া বাংলা'কে?]" title="[আরও পড়ুন:নববর্ষে শুভেচ্ছা বার্তায় মিমি কী বললেন 'ওয়ান ইন্ডিয়া বাংলা'কে?]" />[আরও পড়ুন:নববর্ষে শুভেচ্ছা বার্তায় মিমি কী বললেন 'ওয়ান ইন্ডিয়া বাংলা'কে?]

নববর্ষের দিন যাতে কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য সকাল থেকেই মদনমোহন বাড়িতে পুলিশি পিকেট বসানো হয় । গোটা দিনই আনন্দ উৎসবের সামরোহে নতুন বছরকে বরণ করে নেয় কোচবিহার।

[আরও পড়ুন: এপ্রিলে ফের রাজ্যে আসছেন মোদী! হাই ভোল্টেজ সভার তালিকায় চমক][আরও পড়ুন: এপ্রিলে ফের রাজ্যে আসছেন মোদী! হাই ভোল্টেজ সভার তালিকায় চমক]

[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]

English summary
People gathered Coochbihar's Madanmohan Mandir on Nabo Borsho ,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X