For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলিপুরদুয়ারে ছেলেধরা সন্দেহে মার, আক্রমণ পুলিশকেও

আলিপুরদুয়ারে ছেলেধরা সন্দেহে এক ব্যাক্তিকে গনপিটুনি দেওয়ার ঘটনা আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আইনের রক্ষকদের মারধর করেছেন বলেও অভিযোগ।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

আলিপুরদুয়ারে ছেলেধরা সন্দেহে এক ব্যাক্তিকে গনপিটুনি দেওয়ার ঘটনা আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আইনের রক্ষকদের মারধর করেছেন বলেও অভিযোগ। পুলিশ কর্মীর রিভলবার ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।

আলিপুরদুয়ারে ছেলেধরা সন্দেহে মার, আক্রমণ পুলিশকেও

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের পাটকা পাড়ায়। স্থানীয় বাসিন্দারা ছেলে ধরা সন্দেহে এক কবিরাজের পথ আটকান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কবিরাজের ব্যাগে নানান রকম ওষুধ পাওয়া যায়। এতেই আরও সন্দেহ ঘনীভূত হয়। ছেলে ধরা সন্দেহে ওই কবিরাজকে গণধোলাই দেন উত্তেজিত জনতা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ বেধে যায়। অভিযোগ, সেই সময় ঢিল ,লাঠি দিয়ে পুলিশের গাড়ির ভাঙচুর করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বাধা দিলে পুলিশ কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র‍্যাফ নামানো হয়।

উল্লেখ্য বেশ কিছুদিন থেকেই আলিপুরদুয়ারের পাটকাপাড়াতে অশরীরি ছেলেধরার আতঙ্ক ছিল। রাতের অন্ধকারে ছেলে ধরা বের হচ্ছিল বলে অভিযোগ ছিল স্থানীয় মানুষদের। তার জেরেই আলিপুরদুয়ারের পাটকা পাড়ার বাসিন্দাদের এই মরিয়া আচরণ বলে মনে করা হচ্ছে। ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে।

English summary
People attack police in Alipurduar, break car
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X