For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেস কামানোর জন্য! শুভেন্দু অধিকারীকে নিয়ে মানুষ উৎকণ্ঠায়, আর কী বললেন দিলীপ

পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে গিয়ে এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের (dilip ghosh)। তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, দলটা কামানোর জন্য। তৃণমূলের মধ্যে এখন সমস্যার সমাধানের

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে গিয়ে এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের (dilip ghosh)। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, দলটা কামানোর জন্য। তৃণমূলের মধ্যে এখন সমস্যার সমাধানের জন্য গোলাগুলির ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশের বিরুদ্ধে লড়াই

পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশের বিরুদ্ধে লড়াই

নারায়ণগড়ে দিলীপ ঘোষের সভার প্রস্তুতিতে পতাকা টানাতে গিয়ে, তৃণমূলের হামলায় ৪ জন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। তিনি বলেন, যারা হেরে যাচ্ছে ভয় পেয়ে গিয়েছে, যারা গণতন্ত্রকে হাতের মুঠোয় নিয়ে বিরোধীদেরকে শারীরিক আক্রমণ করে, পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর বিরুদ্ধে বিজেপি লড়াই করছে বলেও জানান তিনি। দিলীপ ঘোষ বলেন, মানুষের মধ্যে ভয় কেটে যাচ্ছে, মানুষের মধ্যে জাগরণ হচ্ছে, তাই তিনি মনে করেন ২০২১-এ পরিবর্তন হবেই।

গ্রেফতারি পরোয়ানা নিয়ে প্রতিক্রিয়া

গ্রেফতারি পরোয়ানা নিয়ে প্রতিক্রিয়া

এদিন তিনি নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, অনেক জায়গাতেই এই ধরনের মামলা চলছে। বিষয়টি তাদের আইনজীবীরা দেখছেন। আদালতে এর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রতিক্রিয়া

শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রতিক্রিয়া

শুভেন্দু অধিকারী রামনগরের সভায় বলেছিলেন যা করতে হয় তা বলতে নেই। এব্যাপারে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, শুভেন্দুবাবু কী করবেন তা না বলাই ভাল। তারাও দেখবেন, তিনি (শুভেন্দু অধিকারী) কী করতে চান। দিলীপ ঘোষ বলেন, মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তৃণমূলের মধ্যে যে বিরোধ শুরু হয়েছে, তাকে গুলি-গোলা দিয়ে সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, তিনি আগেই বলেছিলেন, যারা ভদ্রলোক তাঁদের জায়গা দেবে বিজেপি।

ধমক খেয়ে বিপ্লব উঠে গিয়েছে

ধমক খেয়ে বিপ্লব উঠে গিয়েছে

বেচারাম মান্নার প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ, বলেন, বিপ্লবী হতে গিয়েছিলেন। কিন্তু ধমক খেয়ে বিপ্লব উঠে গিয়েছে। বিপ্লবটা তৃণমূলের জন্য নয়। ওখানে কামানোর জন্য লোকে যায়। তিনি আরও বলেন, যদি সম্মানের সঙ্গে থাকতে চান তাহলে বিজেপিতে আসুন।

 স্পিকারের কাছে পদত্যাগ পত্র দিয়েছিলেন বেচারাম

স্পিকারের কাছে পদত্যাগ পত্র দিয়েছিলেন বেচারাম

দিন তিনেক আগে দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বেচারাম মান্না নিজের পদত্যাপ পত্র পেশ করেন। জানা যায়, পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকে সিদ্ধান্ত বদল করেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, সিঙুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং নন্দীগ্রামের গোকুলনগরে শুভেন্দু অধিকারীর সভায় যাওয়া নেতা জেলা কমিটিতে স্থান করে দিতে চাপ দেওয়া হয়েছিল বেচারাম মান্নাকে। তার বিরোধিতা করেন বেচারাম মান্না।

 নিজের কেন্দ্রে ব্যস্ত দিলীপ ঘোষ

নিজের কেন্দ্রে ব্যস্ত দিলীপ ঘোষ

নিজের সংসদীয় কেন্দ্রে ব্যস্ত দিলীপ ঘোষ। কেশিয়ারি, নারায়ণগড়ে গিয়েছিলেন তিনি। সেখানে গরিবদের মধ্যে বস্ত্র দান করেন তিনি। যাঁদের সঙ্গতি নেই, তাঁদেরকে নতুন বস্ত্র দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এছাড়াও বেশ কিছু পুজোর উদ্বোধনও করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, মানুষ সংযত হয়ে আনন্দ করুক। তিনি বলেন, সবাই সতর্ক আছেন।

English summary
People are worried about Subhendu Adhikari, says Dilip Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X