For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একই সঙ্গে চারটি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়ায় হুড়োহুড়ি, সাঁতরাগাছিতে পদপিষ্ট হয়ে মৃত্যু

৫ বছর কেটে গেলেও কথা রাখেননি মুখ্যমন্ত্রী, ভোটের আগে জবাবদিহি চাইছে মানুষ। অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্য গড়ে উঠেছে। সেই তেলেঙ্গানা রাজ্যে মেয়াদ শেষের আট মাস আগে হঠাৎ করেই ভোটের দামামা বেজেছে।

  • |
Google Oneindia Bengali News

সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দুই যাত্রীর, জখম ১২ জন। একইসঙ্গে আপ ও ডাউন ট্রেনের যাত্রীরা ফুটব্রিজে উঠে পড়ায় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ-টা নাগাদ এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তিনটি প্ল্যাটফর্মে চারটি ট্রেন এসে পড়ায় এক পথে যাতায়াতে সমস্যা তৈরি হয়। যাত্রীদের ওঠানামার মধ্যেও ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

একই সঙ্গে তিনটি ট্রেন প্ল্যাটফর্মে, সাঁতরাগাছিতে পদপিষ্ট মৃত

সাঁতরাগাছি স্টেশনের এক, দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে হাওড়া আদ্রা প্য়াসেঞ্জার, শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস, শালিমার-চেন্নাই এসি এক্সপ্রেস ও অন্য একটি প্ল্যাটফর্মে হাওড়া-আমতা লোকাল দাঁড়িয়ে ছিল। মাইকে এই ট্রেনগুলির নাম ঘোষণা হতেই ফুট-ব্রিজের উপরে হুড়োহুড়ি লেগে যায়। চারটি ট্রেনের যাত্রী একে অপরের সঙ্গে ধাক্কা-ধাক্কি-তে জড়িয়ে যান। উল্টোদিকে ট্রেন থেকে নামা যাত্রীরা ফুটব্রিজে উঠতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি জটিল হয়ে যায়। ফুটব্রিজের ওঠা ও নামার পথ আটকে যায়। হুড়োহুড়িতে বহু যাত্রী ফুটব্রিজের উপর পড়ে যান। এর ফলে পদপিষ্ট হন বহু যাত্রী।

একই সঙ্গে তিনটি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়ায় হুড়োহুড়ি, সাঁতরাগাছিতে পদপিষ্ট হয়ে মৃত্যু

গুরুতর জখম অবস্থায় যাত্রীদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে দু'জনকে মৃত বলে ঘোষণা করা হয়। জখমদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে জনা পাঁচেক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে দুই শিশু ও এক মহিলা রয়েছেন।

এই ঘটনায় রেলের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে পড়েছে। এই মর্মান্তিক ঘটনার দায় এড়াতে পারে না রেল। এমন প্রশ্নও তুলতে শুরু করেন ট্রেন যাত্রীরা। কেন চারটি ট্রেনকে একসঙ্গে স্টেশনে ঢোকানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ যদি সতর্ক হত, তাহলে পদপিষ্টের মতো ঘটনা এড়ানো যেত বলে মনে করছেন অনেকে।

একই সঙ্গে তিনটি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়ায় হুড়োহুড়ি, সাঁতরাগাছিতে পদপিষ্ট হয়ে মৃত্যু

[আরও পড়ুন:সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট রেলের গাফিলতিতেই! পরক্ষণেই 'ইউ-টার্ন' নিয়ে পাশে মমতা][আরও পড়ুন:সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট রেলের গাফিলতিতেই! পরক্ষণেই 'ইউ-টার্ন' নিয়ে পাশে মমতা]

পদপিষ্টের ঘটনার পর অনেকেরই খোঁজ মিলছিল না। আত্মীয়দের খোঁজার জন্য দক্ষিণ-পূর্ব রেলের তরফে হেল্পলাইন খোলা হয়। খড়গপুরের জন্য হেল্পলাইন নম্বর ০৩২২২১০৭২ এবং সাঁতরাগাছির জন্য হেল্পলাইন নম্বর ২৬২৯ ৫৫৬১।

[আরও পড়ুন:ট্রেন ধরার তাড়ায় পদপিষ্ট সাঁতরাগাছিতে, রেলের আগেই মমতার ক্ষতিপূরণ ঘোষণা][আরও পড়ুন:ট্রেন ধরার তাড়ায় পদপিষ্ট সাঁতরাগাছিতে, রেলের আগেই মমতার ক্ষতিপূরণ ঘোষণা]

English summary
Passengers are stamped in Santragachi Station of South eastern Raiway.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X