শিয়ালদহ থেকে হাসনাবাদ-বনগাঁ লাইনে বন্ধ ট্রেন চলাচল, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের
শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল ব্যহত রবিবার সকাল থেকে। কোনও ট্রেনই বনগাঁ বা হাসনাবাদ অভিমুখ যাচ্ছে না। বারাসত সংলগ্ন রেল গেট পার হওয়ার সময় একটি লরি বিকল হয়ে যাওয়ায় বিপত্তি বাধে। রবিবার সকাল থেকে তার জেরে বন্ধ হয়ে হয়ে যায় ট্রেন চলাচল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ সেরে শুরু হয় পরিষেবা।

ট্রেন চলাচল বন্ধ করে তড়িঘড়ি লরিটিকে সরানোর কাজ শুরু করা হয়েছে। রেল ট্র্যাকের উপর পড়ে থাকা লরিটি সরিয়ে এনে কাজ করা সম্ভব হয়নি। ফলে তিনঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে ট্রেন চলাচল। ঘটনার জেরে সকাল ৬ টা থেকে বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল।
এই বিপত্তির জেরে ভোগান্তির শিকার হয়েছেন রেলযাত্রীরা। তবে ছুটির দিন হওয়ায় স্বাভাবিকভাবেই ভিড় কিছুটা কম। কিন্তু সপ্তাহান্তে বেশিরভাগ ভ্রমণকারীরা দুর দুরান্তে যান। রেল পরিষেবা ব্যাহত জেরে সমস্যায় পড়েছেন তাঁরা। অন্যদিকে লরি আটকে থাকায় যানজট ছড়িয়ে পড়েছে শহরের ব্যস্ত রাস্তায়।

রবিবার সাত সকালে বারাসাত স্টেশন সংলগ্ন রেললাইনের ট্রাক বিকল হবার জেরে ব্যাহত হয় রেল পরিষেবা। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদা-বনগাঁ শাখার একাধিক ট্রেন। প্রতি স্টেশনেই দাঁড়িয়ে যায় ট্রেন।