For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার আমলে দল প্রশাসন সব একাকার! উদাহরণ তুলে ধরে আক্রমণ বিজেপির, পাল্টা দিল তৃণমূলও

তৃণমূলের আমলে দল ও প্রশাসন সব একাকার হয়ে গিয়েছে। এমনটাই অভিযোগ বিজেপির।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের আমলে দল ও প্রশাসন সব একাকার হয়ে গিয়েছে। এমনটাই অভিযোগ বিজেপির। দলের রাজ্য সম্পাদক, তুষার মুখোপাধ্যায় বলেছেন, দিদিকে বলো, তৃণমূলের দলীয় কর্মসূচি হলেও, তাকেই প্রশাসনিক বৈঠকের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। এসম্পর্কে তৃণমূলের মত হল নিন্দুকরা কী বলল তাতে কিছু যায় আসে না।

ডেবরার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ও দিদিকে বলো

ডেবরার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ও দিদিকে বলো

বুধবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার বৈঠকে বিভিন্ন বিষয়ে প্রশাসনকে সতর্ক করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরে দিদিকে বলোর তরফ থেকে জানানো হয়, বুধবারের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছিলেন, তা দিদিকে বলো কর্মসূচি থেকে নেওয়া হয়েছে। যদিও, সেদিনের বৈঠকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন খবর সংগ্রহের জন্য তাঁর নিজেস্ব পদ্ধতি রয়েছে। তিনি শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করেন না, তাও সাফ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বিজেপির প্রশ্ন

বিজেপির প্রশ্ন

দিদিকে বলো কর্মসূচিকে প্রশাসনিক স্তরে নিয়ে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি। তাদের প্রশ্ন, দলীয় পরিকাঠামোয় পাওয়া তথ্য নিয়ে কেন প্রশাসনিক বৈঠকে আলোচনা করা হবে? বিজেপির তরফে রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায় বলেছেন, দিদিকে বলো, তৃণমূলের দলীয় কর্মসূচি হলেও, তাকেই প্রশাসনিক বৈঠকের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে।

পাল্টা দিল তৃণমূলও

পাল্টা দিল তৃণমূলও

একটা সময়ে আলিমুদ্দিন থেকে সরকার চালানোর অভিযোগ করা তৃণমূল অবশ্য বিজেপির প্রশ্নকে আমল দিতে রাজি নয়। তাদের বক্তব্য তথ্য কোথা থেকে পাওয়া যাচ্ছে সেটা বিচার্য নয়, মানুষর সমস্যার সমাধান হচ্ছে কিনা সেটাই বিচার্য বিষয়। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতির মন্তব্য, মুখ্যমন্ত্রী মানুষের সমস্যার কথা জানছেন, আর তার বিহিত করছেন। নিন্দুকরা কী বলল তাতে কিছু যায় আসে না বলেও জানিয়েছেন তিনি।

English summary
Party and administration are the same in TMC regime, alleged BJP on Didike Balo programme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X