For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার নাকতলার ব্যস্ততা নেই! গারদে ঢোকার আগে পার্থ বললেন, 'পুজোর শুভেচ্ছা'

এবার নাকতলার ব্যস্ততা নেই! গারদে ঢোকার আগে পার্থ বললেন, 'পুজোর শুভেচ্ছা'

  • |
Google Oneindia Bengali News

জেলেই কাটতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের এবার দুর্গাপুজো। এবার বাংলার দুর্গাপুজো আন্তজাতিক স্বীকৃতি পেয়েছে। হেরিটেজের তকমা পেয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকেই উৎসব শুরু হয়ে যাচ্ছে। একাধিক পুজোর উদ্বোধন করবেন দিদি মমতা। কিন্তু আদালতের নির্দেশে ফের একবার জেল হেফাজতে পাঠানো হল নাকতলার মূল উদ্যোক্তা পার্থ চট্টোপাধ্যায়কে। জামিনের আবেদন খারিজ করে ফের একবার জেল হেফাজতেই পার্থ চট্টোপাধ্যায় । ফলে অন্ধকার কুটুরিতে বসে ঢাকের আওয়াজ শুনবেন তিনি। তবে এদিন আদালতের নির্দেশ শুনে কিছুটা হলেও ভেঙে পড়েছেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা।

তদন্তে সহযোগিতা করছেন না

তদন্তে সহযোগিতা করছেন না

এদিন নতুন করে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি সিবিআই। বরং জেল হেফাজতে পাঠানোর আবেদন আদালতের কাছে জানায় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তদন্তে যে পার্থ চট্টোপাধ্যায় সহযোগিতা করছেন না সে বিষয়েও অভিযোগ জানায় তাঁরা। তবে এই বিষয়ে আরও জেরার প্রয়োজন আছে বলেও আদালতে সওয়াল করেন সিবিআই আইনজীবী। এর সঙ্গে অনেক মাথা জড়িয়ে আছে বলেও জানায়। ফলে জেলে গিয়ে পার্থকে জেরা করার অনুমতিও চাওয়া হয় সিবিআইয়ের তরফে। যদিও তাতে ত্রুটি থাকাতে সেই আবেদন খারিজ করে দেয় এবং নতুন করে আবেদনের নির্দেশ দেয়। পাশাপাশি নতুন ধারাও যুক্ত করতে চলেছে সিবিআই।

জামিনের আবেদন জানায় পার্থ

জামিনের আবেদন জানায় পার্থ

পাশাপাশি যে কোনও শর্তে জামিনের আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়। আইনজীবী মারফৎ তিনি দাবি করেন, কিছুই পাওয়া যায়নি। দেশ ছেড়ে কোথাও যাবে না। শারীরিক অবস্থা বিচার করে বাড়িতে রেখে বিচার করার দাবি জানানো হয় আইনজীবীর তরফে। এর আগেও গৃহবন্দি রেখে মামলা চালু রাখার আবেদন জানিয়েছিলেন পার্থের আইনজীবী। যদিও তা ছিল ইডির মামলাতে। তবে এদিন পার্থের আইনজীবী জানান, অন্তত বিচারের জন্যে পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচিয়ে রাখা দরকার। তবে সওয়াল জবাব শেষে আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। একি সঙ্গে জেল হেফাজতে পাঠানো হয় কল্যাণময়কেও।

শুভেচ্ছা জানান পার্থ

শুভেচ্ছা জানান পার্থ

গত বছরও নাকতলার পুজো বড় করে হয়েছে। মুখ্যমন্ত্রী গিয়ে উদ্বোধন করেছিলেন। চূড়ান্ত ব্যস্ততা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু এবার পুজো হলেও তিনি নেই। মেলেনি জামিন। কিন্তু তাও ভালো থাকতে হবে। আর তাই জেলে যাওয়ার আগে সবাইকে পুজোর শুভেচ্ছা জানিয়ে গেলেন বর্ষীয়ান তৃণমূল নেতা। পুজোর চারটে দিন জেলেই কাটাতে হবে তাঁকে। এরপর পাঁচ তারিখ ফের একবার আদালতে তোলা হবে।

ছবি সৌ:ফেসবুক

বিজেপি বিধায়কের আন্দোলনের 'অস্ত্র' দিল ছুট! গোভক্তি ফাঁস করেছেন গোমাতা, কটাক্ষ কংগ্রেসের বিজেপি বিধায়কের আন্দোলনের 'অস্ত্র' দিল ছুট! গোভক্তি ফাঁস করেছেন গোমাতা, কটাক্ষ কংগ্রেসের

English summary
Partha chatterjee wishes for durga puja before going to jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X