For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই নির্দেশ নিয়ে এটা কী বললেন পার্থ চট্টোপাধ্যায়? কুণাল প্রসঙ্গেও জবাব ফিরহাদের

সিবিআই নির্দেশ নিয়ে এটা কী বললেন পার্থ চট্টোপাধ্যায়? কুণাল প্রসঙ্গেও জবাব ফিরহাদের

  • |
Google Oneindia Bengali News

এসএসসি'তে নিয়োগ সংক্রান্ত বড়সড় দুর্নীতির অভিযোগ! আর সেই ঘটনায় ইতিমধ্যে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই তদন্তের মুখোমুখি জন্যে ইতিমধ্যে তাঁকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। যদিও এরপরেই ডিভিশন বেঞ্চে সাময়িক স্বস্তি পেয়েছেন তিনি। আর এরপরেই তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের মহাসচিব। যদিও বাংলার দুই কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কিন্তু শেষমেশ এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মধ্যেই পড়তে হয় তাঁকে।

ক্রমশ অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের

ক্রমশ অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ সংক্রান্ত মামলায় ক্রমশ অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এফআইআর দায়ের করে ইতিমধ্যে মামলার তদন্ত শুরু করেছে। তদন্তে একাধিক ব্যক্তিকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সম্প্রতি অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তৈরি অনুসন্ধান কমিটি কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছেন।

পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়

পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়

এই অনুসন্ধান কমিটিতে শিক্ষামন্ত্রী পার্থ চটয়পাধায়ের নামও সামনে এসেছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অনুমতিতে যুগ্ম সচিব ৫ সদস্যের কমিটি গঠন করেছিল। তবে এই অনুসন্ধান কমিটি সেটিকে রিপোর্টে বেআইনি বলে ব্যাখ্যা করেছে। এমনকি চেয়ারম্যানকে না জানিয়েও বেশির ভাগ ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে বলেও তথ্য উঠে এসেছে। আর এই অবস্থার মধ্যেই সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্যে পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়।

এই প্রসঙ্গেই তৃণমূল মহাসচিবকে জিজ্ঞেস করা হয়

এই প্রসঙ্গেই তৃণমূল মহাসচিবকে জিজ্ঞেস করা হয়

আর এই বিষয়ে প্রশ্ন করা হলে পার্থবাবু বলেন, এই বিষয়ে আমি কিছুই বলল না। এটা বিচার বিভাগীয় বিষয়। কোনও মন্তব্য করব না। এমনকি প্রশাসনিক ভাবে বিষয়টি দেখা হবে বলেও জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে আইন আইনের পথে চলবে বলে মত তাঁর। অন্যদিকে সম্প্রতি কুণাল ঘোষ নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন। নিয়োগ তো বটেই, আইকোরের সঙ্গে পার্থবাবুর যোগ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন। এই প্রসঙ্গেই তৃণমূল মহাসচিবকে জিজ্ঞেস করা হয়। বলেন, আমরা দলের শৃঙ্খলা পরায়ণ সৈনিক। এই তরজার মধ্যে নেই। দলের ফোরাম আছে সেখানে যা আলোচনা হওয়ার হবে বলে দাবি ফিরহাদ হাকিমের। এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও আলোচনা নয় বলে স্পষ্ট বার্তা।

তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা

তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা

অন্যদিকে আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেন তৃণমূল মহাসচিবের। তবে বিক্ষিপ্ত অশান্তি দায় বিজেপির দিকেই ঠেলে দেন তাঁরা। বলেন, অশান্তির চেষ্টা করেছিল বিজেপি। তবে মানুষ উপেক্ষা করেই ভোট দিয়েছে বলে দাবি। তবে ভোটের হার অনেকটাই কম। সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, রমজান মাস চলছে। আর বালিগঞ্জের একটা অংশের মানুষ হাই রাইসে থাকে। পাশাপাশি উপ নির্বাচন হওয়ার কারণে ভোটের হার কম বলে দাবি রাজ্যের মন্ত্রীর।

এসএসসি দুর্নীতি মামলায় স্বস্তি! আজকের মতো পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরায় স্থগিতাদেশ এসএসসি দুর্নীতি মামলায় স্বস্তি! আজকের মতো পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরায় স্থগিতাদেশ

English summary
Partha Chatterjee, whose name connected with SSC Scam gives reaction on SSC Case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X