রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে স্বচ্ছতা চাইলেন রাজ্যপাল, ধনখড়ের টুইটের পাল্টা আক্রমণ পার্থর
ফের টুইটে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থকে নিশানা করে ধনখড় টুইটে লিখেছেন রাজ্যের আইন শৃঙ্খলা বিপন্ন। তারপরেই পার্থ চট্টোপাধ্যায় পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন যাঁর মাথার ঠিক নেই তাঁর প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি।

ধনখড়ের আক্রমণ
ফের রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটে লিখেছেন সুরজিৎ পুরকায়স্থকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের পরেই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কোনও বক্তব্য পেশ করছেন না বলেও টুইটে লিখেছেন রাজ্যপাল।

জঙ্গি বাড়ছে রাজ্যে
রাজ্যপাল ধনখড় অভিযোগ করেছেন বাংলায় জঙ্গিদের ডেরা বাড়ছে। আলকায়দার সাত জঙ্গি গ্রেফতার হয়েছে মুর্শিদাবাদ থেকে। অস্ত্র কারখানা, থেকে বেলেঘাটা বোমা বিস্ফোরণ একের পর এক ঘটনায় রাজ্যের নিরাপত্তা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। রাজ্যপাল টুইটে অভিযোগ করেছেন, আলকায়দার মতো জঙ্গিরা পশ্চিমবঙ্গকে নিরাপদ ডেরা বলে মনে করছে। যা একেবারেই ভাল লক্ষ্মণ নয়।

রাজ্যপালকে পাল্টা আক্রমণ
রাজ্যপাল ধনখড়ের টুইটের পর রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাল্টা আক্রমণ শানিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেছেন যাঁর মাথার ঠিক নেই তাঁর প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। রাজ্যপাল আগে নিজের মাথা ঠিক করুন।
তারপরে এর জবাব দেওয়া হবে। এর আগেও একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল।

পুসিশকে আক্রমণ
এর আগে রাজ্যপাল রাজ্য পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্যের শীর্ষ পুলিস কর্তাদের সম্পত্তির হিসেব নিয়েও টুইটে প্রশ্ন তুলেছেন তিনি। পুলিস শাসক দলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেছিলেন িতনি। এই নিয়ে পুলিস এবং রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সচেতন হয়ে দায়িত্ব নিেয় নিরপেক্ষ হয়ে কাজ করার পরামর্শ করেছেন তিনি।

কুমোরটুলির মুখে হাসি, পুজোর আগে বিষাদ নেমেছে দিল্লির পটুয়া পাড়ায়