For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষই বাড়িয়ে দেবেন শিক্ষকদের বেতন! পার্থর তাৎপর্যপূর্ণ মন্তব্যে শোরগোল

আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে কঠোর বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁদের ক্লাস বন্ধ রেখে আন্দোলন চালানোর সমালোচনা করেন।

Google Oneindia Bengali News

আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে কঠোর বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁদের ক্লাস বন্ধ রেখে আন্দোলন চালানোর সমালোচনা করেন। একইসঙ্গে শ্লেষ দেগে তিনি বলেন, প্রয়োজনে দিলীপ ঘোষকে আপনারা আর একটু সময় দিন, উনি আপনাদের বেতন বাড়িয়ে দেবেন।

দিলীপ ঘোষই বাড়িয়ে দেবেন শিক্ষকদের বেতন! শ্লেষ পার্থর

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন শিক্ষকদের অনশন মঞ্চে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দিলীপবাবুকে নিয়ে ওরা চলে যাক। ওনাকে সময় দিলেই উনি বেতন বাড়িয়ে দেবেন। শিক্ষামন্ত্রী এদিন তোপ দাগেন বাম নেতা সুজন চক্রবর্তীকেও। কার্যত কটাক্ষের সুরেই তিনি বলেন, সুজনবাবুদের কোন কাজ নেই, তাই মাঝে মাঝে মাঝে মাঝে আন্দোলনকারীরা পাশে দাঁড়িয়ে পড়েন।

এদিন আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ফলপ্রসূ হয়েছে বলেই তাঁর দাবি। যত তাড়াতাড়ি শিক্ষকদের জন্য কিছু করা যায়, রাজ্যের সরকার তা করবে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে এই কথায় চিঁড়ে ভেজেনি। কোনও সমাধান সূত্রই বের হয়নি। শিক্ষামন্ত্রীর সঙ্গে টানা দেড় ঘণ্টা বৈঠকই সার।

শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন ঠিকই। কিন্তু আন্দোলনকারীরা তাতে খুশি নন। আন্দোলনকারীরা জানান, বদলির নির্দেশ প্রত্যাহার নিয়ে মৌখিক আশ্বাস পেয়েছেন তাঁরা। তাতে খুশি আন্দোলনকারী শিক্ষকরা। কিন্তু বেতন কাঠামো পুনর্বিবেচনা নিয়ে সরকারের আশ্বাস তাঁদের পছন্দ হয়নি। এখন দেখার আন্দোলন এখনও চলে কি না। আন্দোলনকারী নিজেদের মধ্যে কথা বলেই স্থির করবেন ভবিষ্যৎ পরিকল্পনা।

English summary
Partha Chatterjee slams Dilip Ghosh on salary incremented of teachers. Teachers sit on movement in various demands.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X