For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬৯ বছর বয়সী পার্থের ওজন নাকি ১১১ কেজি! বাকি রিপোর্টগুলি দেখলে কি বলবেন

৬৯ বছর বয়সী পার্থের ওজন নাকি ১১১ কেজি! AIIMS-এর এই রিপোর্টগুলি দেখলে কি বলবেন

  • |
Google Oneindia Bengali News

স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগ মামলাতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! শারীরিক পরীক্ষা করতে সোমবার সকালেই ভুবনেশ্বর AIIMS -এ নিয়ে যাওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে নিয়ে যাওয়া হয়। সোমবার দফায় দফায় তৃণমূল মহাসচিবের শারীরিক পরীক্ষা করা হয়। বুকে ব্যাথা'র কথা জানিয়ে ছিলেন তিনি। সেই মতো কার্ডিয়াক পরীক্ষা সহ একাধিক শারীরিক পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষাতে জানেন কি তথ্য উঠে এল?

এক নজরে পার্থের শারীরিক উচ্চতা এবং ওজন-

এক নজরে পার্থের শারীরিক উচ্চতা এবং ওজন-

পার্থ চট্টোপাধ্যায়ের ওজন নিয়ে চিন্তায় চিকিৎসকরা। ৬৯ বছর বয়সী রাজ্যের মন্ত্রীর ওজন ১১১ কেজি। বয়সের তুলনায় তাঁর ওজন অনেকটাই বেশি। বলছেন চিকিতসকরা। AIIMS-এর চিকিৎসকরা বলছেন, পার্থের উচ্চতা দেখা হয়েছে সবরকম চিকিৎসাতে। আর তা হল 169 সেমি এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্জি। অন্যদিকে তৃণমূল মহাসচিবের পালস মেপে দেখা হয়েছে। তাতে দেখা যাচ্ছে প্রত্যেক মিনিটে তাঁর পালস রেট ৮১ বিট। তবে শরীরে অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ ঠিক আছে বলছে AIIMS-এর চিকিৎসকরা।

লিভারে কোনও সমস্যা রয়েছে?

লিভারে কোনও সমস্যা রয়েছে?

পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্টে অ্যাবডোমেনে কোনও unwanted fluid পাওয়া যায়নি। যদি পাওয়া যেত তাহলে লিভার সমস্যা থাকার কথা বলা হতো। ফলে তৃণমূল মহাসচিবের লিভারে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন। শরীরে প্রটিন লেভেলও ঠিক আছে বলে জানাচ্ছেন AIIMS-এর চিকিৎসকরা। রিপোর্ট নিয়ে কোনও সমস্যাই নেই বলে দাবি। এমনকি থাইরোয়েড রিপোর্টেও কোনও সমস্যা পাওয়া যায়নি বলে দাবি চিকিৎসকদের। এমনকি শরীরে thyroxine hormone-এর পরিমাণও ঠিক আছে বলে জানাচ্ছেন তাঁরা।

কিডনি সমস্যা-

কিডনি সমস্যা-

পার্থ চট্টোপাধ্যায়ের কিডনিতে বেশ কিছু সমস্যা রয়েছে! Bhubaneswar AIIMS সমস্ত পরীক্ষা করেছে। যার মধ্যে এটিও গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও urea এবং creatinine-এর পরিমাণ নর্মালের থেকে কিছু বেশি রয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে। তবে নিয়মিত চিকিৎসা'র প্রয়োজন বলছেন চিকিৎসকরা।

Blood Sugar লেভেল-

Blood Sugar লেভেল-

পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন গত ১৫ বছর ধরে ডায়বেটিস অরথাতসুগারে ভুগছেন। এজন্যে নিয়মিত ওষুধ খান বলেও জানিয়েছেন তিনি। এই সংক্রান্ত রিপোর্টও ইতিমধ্যে জমা দেওয়া হয়ছে তৃণমূল মহাসচিবের তরফে। তবে সোমবার যে পরীক্ষা করা হয়েছে এইমসের তরফে, সেখানে দেখা গিয়েছে blood sugar-এর মাত্রা এই মুহুরতে ঠিক আছে। এমনকি plasma glucose-এর মাত্রাও পার্থবাবুর শরীরে থিক আছে বলে জানানো হয়েছে।

কেমন রয়েছে Blood Pressure?

কেমন রয়েছে Blood Pressure?

high blood প্রেসারের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই সংক্রান্ত তথ্যও জমা দেওয়া হয়েছে। তবে সোমবার AIIMS-এর চিকিৎসকরা তৃণমূল মহাসচিবের ব্লাড প্রেসারও খতিয়ে দেখেন। যেখানে তাঁর রিপোর্ট আসে 125/61। এমনকি তাঁর blood hemoglobin-এর মাত্রা নর্মাল রয়েছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের blood level রয়েছে 8.5 mg। ফলে সমস্ত কিছু খতিয়ে দেখে AIIMS-এর চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে চিকিৎসা'র মধ্যে থাকতে হবে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই।

পাটুলি-রাজডাঙায় ২টি ফ্ল্যাট, ১০০টি ডাম্পার, পার্থর সম্পত্তির তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে ইডির জেরায়পাটুলি-রাজডাঙায় ২টি ফ্ল্যাট, ১০০টি ডাম্পার, পার্থর সম্পত্তির তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে ইডির জেরায়

English summary
Partha Chatterjee's health report from AIIMS, minister;s weight 111 kg, age 69
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X