For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মানুষ দেখুক কাদের নিয়ে এসেছেন!' বাংলায় রাজনৈতিক সন্ত্রাস নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন পার্থ

বাংলা জুড়ে রাজনৈতিক সংঘর্ষ নিয়ে বেহালায় তৃণমূলের কর্মীসভায় মুখ খুলে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

বাংলা জুড়ে রাজনৈতিক সংঘর্ষ নিয়ে বেহালায় তৃণমূলের কর্মীসভায় মুখ খুলে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'গত আট বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য চলছে এই ধরনের রক্তপাতের ঘটনা আগে ঘটেনি পশ্চিমবঙ্গে। ভারতবর্ষের লোকেরা দেখছেন কারা খুন করছে কারা রক্তপাতের ঘটনা ঘটাচ্ছে কারা অশান্তি সৃষ্টি করছে কারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। উন্নয়নের নাম গন্ধ নেই, বাংলায় কথা বলা নেই ,শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন করা হচ্ছে।' তিনি বলেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়।

মানুষ দেখুক কাদের নিয়ে এসেছেন! বাংলায় রাজনৈতিক সন্ত্রাস নিয়ে ক্ষোভ ওগড়ালেন পার্থ

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন,' প্রতিরোধ হবে শান্তিপূর্ণভাবে অহিংসভাবে এবং বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে। যে কুমিররা এসেছে তারা জলের কুমির বটে কিন্তু তারা রক্তের স্বাদ পাচ্ছে। আমরা এই রক্তের স্বাদ পাওয়ার জন্য সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে বলছি।' পার্থবাবু কর্মীসভার মঞ্চ থেকে বলেন,' লোকে দেখুক কোন গুন্ডা দাঙ্গাবাজদের নিয়ে এসেছে ,যারা গিয়ে উস্কানি প্ররোচনা দিচ্ছে ,তারা এখন রক্তপাত ঘটাচ্ছে ।আমাদের দায়িত্ব মাথা ঠান্ডা করে রাজ্যের পাশে দাঁড়ানো ।

পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, এই রাজ্যে এর আগে কোনদিন রক্তপাত ঘটেনি। তিনি বলেন,'মানুষ দেখছে তৃণমূলের লোকজন কে মারছে ,মানুষ দেখছে সব।কোনো উন্নয়নের নাম নেই,বাংলার হয়ে কথা বলা নেই। শুধু তৃণমূলের লোকজন কে মারছে ।ক্ষমতার জন্য আইন শৃখলা নষ্ট করছে। তৃণমূল সমর্থক দের বাড়ি ছাড়া করছে। পশ্চিমবঙ্গের আইন শৃখলা নষ্ট করছে। প্রতিরোধ হবে অহিংস ভাবে। বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করবে।'

[আরও পড়ুন: বাংলায় তৃণমূলে বড় ভাঙন! ৩০০ কর্মীর যোগ বিজেপিতে, কোন ঘাসফুল নেতার এলাকায় ঘটল এমন ][আরও পড়ুন: বাংলায় তৃণমূলে বড় ভাঙন! ৩০০ কর্মীর যোগ বিজেপিতে, কোন ঘাসফুল নেতার এলাকায় ঘটল এমন ]

তিনি বলেন, আমাদের এটা এ বার্তা আমরা মানুষের পাশে আছি ,মানুষ ও আমাদের পাশে আছে।আমাদের পঞ্চায়েত আমাদের আইন শৃখলা আমরা কোনো দিন আইনশৃখলা নষ্ঠ করবোনা । এসব মিথ্যে কথা,বিজেপি অস্ত্র জোগাড় করে এসব করছে। আমরা মানুষকে শান্ত ভাবে এর প্রতিরোধ করতে বলছি। আমাদের প্রশাসনিক ভাবে যা করার করবো। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় জানান,' আমাদের দল এর পক্ষ থেকে গতকালকে র ঘটনার রিপোর্ট তৈরি করে সি এম-এর এ কাছে দেব'।

[আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ বৈঠক আগামীকাল নবান্নে! প্রশানের একাধিক কর্তা হাজির থাকছেন ][আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ বৈঠক আগামীকাল নবান্নে! প্রশানের একাধিক কর্তা হাজির থাকছেন ]

English summary
Partha Chatterjee on Political clash between TMC and BJP .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X