For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাথমিক শিক্ষকদের সঙ্গে শিক্ষা মন্ত্রীর বৈঠকেও গলল না বরফ

প্রাথমিক শিক্ষকদের সঙ্গে শনিবার বৈঠক করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সমাধান সূত্র অধরাই রয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রাথমিক শিক্ষকদের সঙ্গে শনিবার বৈঠক করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সমাধান সূত্র অধরাই রয়ে গিয়েছে। এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে প্রাথমিক শিক্ষকরা স্পষ্ট জানিয়ে দেন শিক্ষামন্ত্রী তাঁদেরকে এবারেও আগের মতই আশ্বাসবাণী দিয়েই ছেড়ে দিয়েছেন। সেই কারণেই তাঁরা আমরণ অনশন কর্মসূচি থেকে সরবেন না। এদিকে এদিন বিকেলেই শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দেন, তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। যে শিক্ষকদের বদলি করা হয়েছিল তা নিয়ে সরকার আগামী সোমবারই ব্যবস্থা গ্রহণ করবে।

প্রাথমিক শিক্ষকদের সঙ্গে শিক্ষা মন্ত্রীর বৈঠকেও গলল না বরফ

পার্তথ চট্টোপাধ্যায় জানান, তবে শিক্ষকরা যে স্কেলের দাবি করছেন তা পুরোপুরিভাবে মেনে নেওয়া সম্ভব নয়। কারণ সরকার কোষগারের সামর্থ্য অনুযায়ী বেতনক্রম স্থায়ী করবে। সেই কারণেই তাঁরা জানিয়েছেন আগামী দিনে নজরুল মঞ্চে যদি শিক্ষকরা বৈঠক করেন তাহলে সেখানে গিয়ে তিনি সমস্যা সমাধানের চেষ্টা করবেন

এদিকে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে যে পাঁচ জনের প্রতিনিধি দল এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, তারাই বেরিয়ে এসে জানিয়ে দেন, 'আমাদের সহকর্মিদের বদলির বিষয়টি মন্ত্রী মেনে নিয়ে তাদের ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে আশ্বাস দিয়েছেন। কিন্তু আমাদের বেতনক্রমের বিষয়টি এদিন মন্ত্রী নিশ্চিত করে কিছুই বলতে পারেননি। সেই কারণেই আমরা আমাদের অবস্থানেই অনড় থাকছি। আন্দোলন বহাল থাকবে।'

প্রসঙ্গত গত ৮ দিন ধরে অনশন করার পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। সকালেই তিনি বিধাননগর উত্তর থানার পুলিশের কাছে বার্তা দিয়ে ডেকে পাঠান আন্দোলনকারীদের প্রতিনিধি দলকে। প্রায় এক ঘন্টা বৈঠক করেন শিক্ষামন্ত্রী। তারপরও অবশ্য বরফ গলল না।

English summary
Partha Chatterjee meets agitating teachers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X