For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলই ফাঁসাল, নাকি দলকে বিপাকে ফেললেন পার্থ! ‘ষড়যন্ত্রে’র তত্ত্বে জল্পনার ঘনঘটা

তৃণমূলই ফাঁসাল, নাকি দলকে বিপাকে ফেললেন পার্থ! ‘ষড়যন্ত্রে’র তত্ত্বে জল্পনার ঘনঘটা

Google Oneindia Bengali News

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে যকের ধন। রাশি রাশি টাকা, গয়নাগাটি, সম্পত্তির দলিল- কত কিছু। তার জেরে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে অব্যাহতি দিয়েছে তৃণমূল। আর তারপরই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সদ্য প্রাক্তন মহাসচিব।

আপনি কি মন্ত্রিত্ব ছাড়বেন? উত্তর ছিল তাৎপর্যপূর্ণ

আপনি কি মন্ত্রিত্ব ছাড়বেন? উত্তর ছিল তাৎপর্যপূর্ণ

কয়েকদিন আগে বিধানসভা থেকে তাঁর ১৬ বছরের সঙ্গী গাড়িটিকে ছেড়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল তবে কি পার্থ চট্টোপাধ্যায় এবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন? কিন্তু তিনি পদত্যাগ করেননি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল- পার্থদা, আপনি কি মন্ত্রিত্ব ছাড়বেন। উত্তরে তাৎপর্যপূর্ণ ভঙ্গিতে তিনি বলেছিলেন- ''কী কারণে''।

আর কালক্ষেপ করেনি তৃণমূল, অপসৃত পার্থ

আর কালক্ষেপ করেনি তৃণমূল, অপসৃত পার্থ

পার্থ চট্টোপাধ্যায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেও অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ায় ফ্ল্যাট থেকে ফের অর্থ ভাণ্ডার উদ্ধার হওয়ার পর আর কালক্ষেপ করেনি তৃণমূল। সরিয়ে দেওয়া হয় যাবতীয় পদ থেকে। তিনি নির্দোষ প্রমণিত না হওয়া পর্যন্ত দলীয় বা সরকারি কোনও পদে তিনি থাকতে পারবেন না। তাঁকে সমস্ত পদ থেকেই অপসারিত করা হয় অনির্দিষ্টকালের জন্য।

একটি বাক্যই অনেক জল্পনার জন্ম দিয়েছে

একটি বাক্যই অনেক জল্পনার জন্ম দিয়েছে

এরপরই পার্থ চট্টোপাধ্যায় মুখ খুললেন। শুক্রবার তাঁকে নিয়ে জোকায় স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছিলেন ইডি। তখনই সাংবাদিককের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। কিন্তু কার ষড়যন্ত্রের শিকার পার্থ চট্টোপাধ্যায়? তা তিনি উল্লেখ করেননি। হাসপাতালে ঢোকার সময় আর কোনও কথাও বলেননি। মুখ থেকে মুখোশ নামিয়ে তাঁর এই একটি বাক্যই অনেক জল্পনার জন্ম দিয়ে দেয় তখনই।

পার্থ চট্টোপাধ্যায়ের মুখে ষড়যন্ত্রের কথা, চর্চা শুরু

পার্থ চট্টোপাধ্যায়ের মুখে ষড়যন্ত্রের কথা, চর্চা শুরু

স্বভাবতই পার্থ চট্টোপাধ্যায়ের মুখে ষড়যন্ত্রের কথা শোনার পর রাজনৈতিক বিশেষজ্ঞরা চর্চা শুরু করে দিয়েছেন, কারা ফাঁসালেন তৃণমূলের নম্বর টু পার্থ চট্টোপাধ্যায়কে? তিনি কি দলেরই ষড়যন্ত্রের শিকার হয়েছেন, নাকি বিজেপি যে বৃহত্তর ষড়যন্ত্র করছে রাজ্যে সরকার ফেলার এবং নিজেদের সরকার গড়ার জন্য, সেই ষড়যন্ত্রের কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়।

কাদের ষড়যন্ত্রের শিকার? পার্থ ফের বিস্ফোরক

কাদের ষড়যন্ত্রের শিকার? পার্থ ফের বিস্ফোরক

তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় ফের মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দিকে ধেয়ে যায় সেই একই প্রশ্ন। কাদের ষড়যন্ত্রের শিকার হলেন আপনি। কারা ফাঁসালেন আপনাকে। তখন পার্থ চট্টোপাধ্যায় বলেন, কারা ষড়যন্ত্র করেছ, তা খুব শীঘ্রই জানতে পারবেন। আর তাঁকে অপসারিত করার বিষয়ে দলের সিদ্ধান্ত সঠিক কি না, তা সময় বলবে। হাসপাতাল থেকে বেরনোর সময় এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ।

যেরকম বিস্ফোরক মেজাজে দেখা গেল পার্থকে...!

যেরকম বিস্ফোরক মেজাজে দেখা গেল পার্থকে...!

পার্থর এহেন দু-তিনটি ছোট্ট কথায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে, তবে রি পার্থ এবার জানাবেন তাঁর সঙ্গে বা আগে-পিছনে কারা রয়েছেন? জানাবেন মূল ষড়যন্ত্রীর নাম? নাকি নিজেকে বাঁচাতে নতুন গল্প ফাঁদবেন সাসপেন্ডেড তৃণমূল নেতা? তা নিয়ে জোর তরজা চলছে রাজনৈতিক মহলে। পদ হারিয়ে প্রথম দিনেই তাঁকে যেরকম বিস্ফোরক মেজাজে দেখা গেল, তাতে তিনি ইডির কাছে কী জানান, তার জেরে তৃণমূল আদৌ বিপাকে পড়ে কি না, তা-ই দেখার।

তৃণমূল ফাঁসাল, নাকি দলকে বিপাকে ফেললেন পার্থ

তৃণমূল ফাঁসাল, নাকি দলকে বিপাকে ফেললেন পার্থ

তিনি দলের একাংশকেই দায়ী করছেন নিয়োগ দুর্নীতি মামলায় ফাঁসার জন্য। নাকি বিজেপির ক্ষমতা দখলের লিপ্সাকে দায়ী করছেন, তার জন্য তিনি টার্গেট হয়ে গিয়েছেন, তা নিয়ে জল্পনা চলছে। এখন দেখার, তৃণমূল নিজে বাঁচতে পার্থ চট্টোপাধ্যয়াকে বলির পাঁঠা করল, নাকি পার্থই দলকে বিপদে ফেললেন বিরাট দুর্নীতির ইমারত গড়ে, তার উত্তর দেবে সময়।

জোকা ইএসআইয়ে চরম নাটকীয়তা, কাঁদতে কাঁদতে মটিতে পড়ে জ্ঞান হারালেন অর্পিতাজোকা ইএসআইয়ে চরম নাটকীয়তা, কাঁদতে কাঁদতে মটিতে পড়ে জ্ঞান হারালেন অর্পিতা

English summary
Partha Chatterjee increases speculation to comment of conspiracy and does explosive remark against TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X