For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের সঙ্গেই আছি, একশোবার আছি! আদালতে পেশের পর সেদিনের প্রতিধ্বনি পার্থর

দলের সঙ্গেই আছি, একশোবার আছি! আদালতে পেশের পর সেদিনের প্রতিধ্বনি পার্থর

  • |
Google Oneindia Bengali News

শিক্ষা দুর্নীতি-কাণ্ডে গ্রেফতারের পর এসএসকেএম থেকে স্বাস্থ্য পরীক্ষার সময় বলেছিলেন দলের সঙ্গেই আছি, দলের সঙ্গেই ছিলাম। তাঁর সেই কথা কড়া প্রতিক্রিয়া দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আবারও সেই কথার প্রতিধ্বনি শোনা গেল সোমবার। আলিপুর আদালতে পেশের পর তিনি বলেন, দলের সঙ্গেই আছি, একশোর বার আছি!

রীতিমতো মেজাজ হারিয়েছিলেন পার্থ

রীতিমতো মেজাজ হারিয়েছিলেন পার্থ

সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সশরীরে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। আদালতে পেশের আগে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কি সত্যি? এই প্রশ্নে রীতিমতো মেজাজ হারিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ধমকের সুরে আঙুল উঁচিয়ে বলেছিলেন, চুপ করে থাকুন।

দলের সঙ্গেই আছি, একশোর বার আছি

দলের সঙ্গেই আছি, একশোর বার আছি

তবে আদালতে পেশের পর বেরোতেই তাঁকে পাওয়া গেল ভিন্ন মেজাজে। তিনি আদালত থেকে বেরনোর সময় উপস্থিত সমস্ত সাংবাদিকদেক উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই ভালো থাকুন। প্রশ্ন করা হয়েছিল পার্থদা আপনি কি তৃণমূলেই আছেন? প্রত্যয়ের সঙ্গে তিনি জবাব দিয়েছিলেন, দলের সঙ্গেই আছি, একশোর বার আছি।

পার্থ চট্টোপাধ্যায় আলিপুর আদালতে

পার্থ চট্টোপাধ্যায় আলিপুর আদালতে

শুধু আদালতে পেশের আগে বা পরে নয়, আদালতেও এদিন সরব হন পার্থ চট্টোপাধ্যায়। নিজেও সওয়াল করেন। এমনকী ইডির মামলায় ব্যাঙ্কশাল আদালতেও ভার্চুয়াল সওয়াল করেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার পার্থ চট্টোপাধ্যায় আলিপুর আদালতে বলেন, আমার শরীর সায় দিচ্ছে না। রোজ রোজ আমার বিরুদ্ধে নতুন নতুন কেস দেওয়া হচ্ছে। আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিন। আমাকে আমার মতো করে বাঁচতে দিন। আমাকে জামিন দিন।

পার্থর সওয়াল ব্যাঙ্কশাল আদালতে

পার্থর সওয়াল ব্যাঙ্কশাল আদালতে

পার্থ চট্টোপাধ্যায়কে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল ব্যাঙ্কশাল আদালতেও। সেখানে আদালতে সওয়াল-জবাব চলাকালীন পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমার শরীর সায় দিচ্ছে না। রোজ রোজ আমার বিরুদ্ধে নতুন মামলা হচ্ছে। আমাকে বাঁচতে দিন। সব কেস একসঙ্গে এনে চাপ দেওয়া হচ্ছে। কিছু পাওয়া গেল না, তা সত্ত্বেও চাপ দেওয়া হচ্ছে। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কেউ কেউ।

তৃণমূলকে অস্বস্তিতে ফেলতেই কি!

তৃণমূলকে অস্বস্তিতে ফেলতেই কি!

তবে তাঁর সমস্ত কথার থেকেও এদিন তাৎপর্যপূর্ণ বার্তা হল দলের সঙ্গেই আছি, একশোর বার আছি। দল তাঁকে রিজেক্ট করলেও তিনি বারবার বলছেন, তিনি দলের সঙ্গেই আছেন। এদিন যথারীতি তৃণমূলের পক্ষ থেকে এই দাবিকে মান্যতা দেওয়া হয়নি। প্রশ্ন উঠেছে তবে কি, তৃণমূলকে অস্বস্তিতে ফেলতেই বারবার পার্থ চট্টোপাধ্যায় বলছেন দলে থাকার কথা?

পার্থ চট্টোপাধ্যায়কে জেলেই পাঠাল আদালত

পার্থ চট্টোপাধ্যায়কে জেলেই পাঠাল আদালত

এদিন জামিন চেয়ে কাতর আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। তা সত্ত্বেও জেলেই যেতে হল পার্থ চট্টোপাধ্যায়কে। আবারও ১৪ দিনের জেল হেফাজত হল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের উদাহারণ টেনেও শেষ রক্ষা করতে পারলেন না। সমস্ত আবেদন, নিবেদন খারিজ করে পার্থ চট্টোপাধ্যায়কে জেলেই পাঠাল আদালত।

জামিন চেয়ে কাতর আবেদনেও মন গলল না বিচারকের, আরও ১৪ দিনে প্রেসিডেন্সিতেই পার্থজামিন চেয়ে কাতর আবেদনেও মন গলল না বিচারকের, আরও ১৪ দিনে প্রেসিডেন্সিতেই পার্থ

English summary
Partha Chatterjee have with TMC and was with TMC says after Alipur Court production
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X