For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার প্রশান্ত কিশোর কি তৃণমূল কংগ্রেসে, পার্থ চট্টোপাধ্যায়ের কথায় জল্পনা তুঙ্গে

নীতীশ কুমারের দল জেডিইউ থেকে বহিষ্কারের পর এবার এবার কি প্রশান্ত কিশোর তৃণমূলে যোগ দিতে চলেছেন, এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে।

  • |
Google Oneindia Bengali News

নীতীশ কুমারের দল জেডিইউ থেকে বহিষ্কারের পর এবার এবার কি প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন, এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। আর বিষয়টি নিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথায় জল্পনা আরও বেড়েছে। তিনি জানিয়েছেন এব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত নেবেন দলনেত্রী।

জেডিইউ থেকে বহিষ্কৃত প্রশান্ত কিশোর

জেডিইউ থেকে বহিষ্কৃত প্রশান্ত কিশোর

সিএএ, এনপিআর নিয়ে দলের অবস্থানের পাশাপাশি দিল্লিতে বিজেপির সঙ্গে জোট নিয়ে ক্ষুব্ধ ছিলেন প্রশান্ত কিশোর। বেশ কিছুদিন ধরে দূরত্ব বাড়ছিল। দলের সুপ্রিমোর ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। আর মঙ্গলবার ইঙ্গিত দেওয়ার পরেই বুধবার নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট তথা জেডিইউ-এর সহসভাপতি প্রশান্ত কিশোরকে বহিষ্কার করা হয়।
জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার বলেছেন, অমিত শাহ তাঁকে (প্রশান্ত) দলে অন্তর্ভুক্ত করতে বলেছিলেন। সেই কারণের তাঁকে দলে নেওয়া হয়েছিল। এব্যাপারে নীতীশ কুমারকে মিথ্যাবাদী বলেছেন প্রশান্ত কিশোর।

নীতীশ কুমারকে কটাক্ষ প্রশান্ত কিশোরের

বহিষ্কারের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই টুইটেই জবাব দেন প্রশান্ত কিশোর। সেখানে নীতীশ কুমারকে ধন্যবাদ জানান প্রশান্ত কিশোর।

জল্পনা উসকে দিলেন পার্থ চট্টোপাধ্যায়

জল্পনা উসকে দিলেন পার্থ চট্টোপাধ্যায়

একদিকে যখন পুরনো দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন নিয়ে নীতীশ কুমারকে আক্রমণ করছেন তৃণমূলের ভোট পরামর্শ দাতা, সেই সময় ঘাসফুল শিবিরে প্রশান্ত কিশোরের যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে। এদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তাঁকে প্রশান্ত কিশোরের বহিষ্কার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় বলেও কার চাপে কে বাদ যাচ্ছে, তার পক্ষে বলা সম্ভব নয়। তবে প্রশান্ত কিশোরের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি দল ঠিক করবে। তিনি দলে আসবেনে কিনা, কিংবা তৃণমূল তাঁকে দলে নেবে কিনা সেটা ঠিক করবেন দলনেত্রী। তিনি সরস্বতী পুজোর মঞ্চে বসে সে কথা বলতে পারেন না বলেও জানান পার্থ চট্টোপাধ্যায়।

প্রশান্ত কিশোরের প্রশংসায় পার্থ

প্রশান্ত কিশোরের প্রশংসায় পার্থ

এদিন পার্থ চট্টোপাধ্যায় প্রশান্ত কিশোরের প্রশংসা করেন। তিনি বলেন প্রশান্ত কিশোর পরামর্শদাতা হিসেবে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে আছে বলেও মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, দল ডেটা দিচ্ছে আর সেটা তৈরি করছেন তিনি।

English summary
Partha Chatterjee has increases the possibility of joining Prashant Kishor in TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X