For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রিত্ব ছাড়ছেন পার্থদা? সপাট জবাবে এককথায় যা বললেন তিনি, জল্পনা রাজ্য রাজনীতিতে

মন্ত্রিত্ব ছাড়ছেন পার্থদা? সপাট জবাবে এককথায় যা বললেন তিনি, জল্পনা রাজ্য রাজনীতিতে

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডির হাতে গ্রেফতার হয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। তারপর থেকেই মিতভাষী হয়েছেন তিনি। জবাব যে একেবারেই দিচ্ছেন না, তা নয়। তিনি অনেক প্রশ্নের জবাব দিচ্ছেন একটাই। মাত্র একটি বাক্যেই তিনি জবাব দিচ্ছেন। বুধবার তাঁকে প্রশ্ন করা হয়ছিল, পার্থদা মন্ত্রিত্ব ছাড়ছেন? জবাব এসেছিল মাত্র দুটি শব্দে।

পার্থ চট্টোপাধ্যায় শুধু বলেছিলেন, “ঠিকই বলেছেন”

পার্থ চট্টোপাধ্যায় শুধু বলেছিলেন, “ঠিকই বলেছেন”

মঙ্গলবারও তাঁকে ভুবনেশ্বর এইমস থেকে ফেরার পর প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েপর বার্তা নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অন্যায়কে কখনই সমর্থন করি না। অন্যায় প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও তাঁর কোনও যায় আসে না। তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় শুধু বলেছিলেন, "ঠিকই বলেছেন"।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “’কারণ কী?”

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “’কারণ কী?”

এদিনও সেই দুটি শব্দেই তিনি উত্তর দেন। ইডি যখন তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়েছিল মোডিকেল টেস্টের জন্য, তখন তাঁর উদ্দেশে প্রশ্ন করা হয়েছিল, পার্থদা কি মন্ত্রিত্ব ছাড়ছেন? সেই প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "'কারণ কী?" তাঁর এই তাৎপর্যপূর্ণ জবাব নিয়ে চর্চা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।

ছোট্ট জবাবে অনেক কিছু বলে দিলেন পার্থ

ছোট্ট জবাবে অনেক কিছু বলে দিলেন পার্থ

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, ইডির হাতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরও তিনি মন্ত্রিত্ব আঁকড়ে রয়েছেন। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি। সরকারও তাঁকে মন্ত্রিত্ব থেকে সরায়নি। এমনকী দলও তাঁকে মহাসচিব পদে রেখে দিয়েছে।। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার বিধানসভা থেকে তাঁর গাড়ি ফিরিয়ে দেন। নিরাপত্তারক্ষীদেরও ফিরিয়ে দেন। তার ফলে জল্পনা শুরু হয়, তিনি কি তবে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন? সেই কারণেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায়ের ওই ছোট্ট জবাব- "কারণ কী"।

গুরুত্বপূর্ণ তিনটি দফতরের দায়িত্বে রয়ে গিয়েছেন

গুরুত্বপূর্ণ তিনটি দফতরের দায়িত্বে রয়ে গিয়েছেন

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় এসে পার্থ চট্টোপাধ্যায়কে আর শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেননি। শিক্ষামন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে এবার আপর শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়নি। তবে পার্থ চট্টোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ দফতরেরই মন্ত্রী করা হয়েছিল। তৃতীয় টার্মে তিনি হয়েছিলেন শিল্পমন্ত্রী আবার পরিষদীয় মন্রী চ। তথ্য প্রযুক্তি মন্ত্রিত্বও তাঁর কাঁধে উঠেছিল। গ্রেফতারের পরও তিনি গুরুত্বপূর্ণ তিনটি দফতরের দায়িত্বে রয়ে গিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকে পার্থকে নিয়ে কী সিদ্ধান্ত হয়!

মন্ত্রিসভার বৈঠকে পার্থকে নিয়ে কী সিদ্ধান্ত হয়!

পার্থ চট্টোপাধ্যায় শুধু মন্ত্রিত্বেই রয়েছেন তা নয়, তিনি এখনও দলের মহাসচিব পদে রয়েছেন। দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি। এমতাবস্থায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসছেন মন্ত্রিসভার বৈঠকে। পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া প্রথম মন্ত্রিসভার বৈঠকে তাঁকে নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

ইডির তলবে সাড়া দিয়ে আগেই হাজির মানিক, পার্থ-অর্পিতা চললেন জোকায়ইডির তলবে সাড়া দিয়ে আগেই হাজির মানিক, পার্থ-অর্পিতা চললেন জোকায়

English summary
Partha Chatterjee gives reply whether he leaving minister post after arrest by ED
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X