For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভনের তৃণমূল কংগ্রেসেই ফিরে আসা উচিত! বৈশাখী-সাক্ষাতে তাৎপর্যপূর্ণ মন্তব্য পার্থর

শোভনের তৃণমূলেই ফিরে আসা উচিত! বৈশাখী-সাক্ষাতে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা পার্থর

Google Oneindia Bengali News

শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দায়িত্ব দিয়েছে তাঁর প্রাক্তন স্ত্রী রত্নাকে। তাতেই গোঁসা আরও বেড়েছে শোভনের। এই পরিস্থিতিতে শোভন-বান্ধবী বৈশাখী মঙ্গলবার দেখা করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই সাক্ষাৎ শোভনকে নিয়ে নয়, সাফ জানিয়ে পার্থ তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন তৃণমূলে শোভনের ভবিষ্যৎ প্রসঙ্গে।

শোভনকে নিয়ে তো বারবার বলেছি

শোভনকে নিয়ে তো বারবার বলেছি

পার্থ চট্টোপাধ্যায় বলেন, শোভনকে নিয়ে তো বারবার বলেছি ওর তৃণমূলেই সক্রিয় হওয়া উচিত। ওকে ফেরাতে আমি উদ্যোগ নিয়েছি, ফিরহাদ হাকিম উদ্যোগ নিয়েছেন। কিন্তু ও সক্রিয় হয়নি। একান্তেই ব্যক্তিগত ব্যাপার ওর। কিন্তু এ নিয়ে আর কী করতে পারি আমরা।

আমরা ওকে অনেকবারই বলেছি

আমরা ওকে অনেকবারই বলেছি

পার্থ বলেন, আমরা ওকে অনেকবারই বলেছি, রাজনীতিটা রাজনীতির জায়গায়, ব্যক্তিগত বিষয়টা অন্য জায়গায় থাকুক। ও আসুক, কথা বলুক। কিন্তু ও তো কথাই বলে না। আড়াই বছর ধরে চুপচাপ বসে রয়েছে। এটা তো কাঙ্খিত নয়।

নিজের কথা নিজে এসেই বলতে পারে

নিজের কথা নিজে এসেই বলতে পারে

পার্থ চট্টোপাধ্যায় দুঃখপ্রকাশ করে বলেন, এভাবে নিষ্ক্রিয় অবস্থায় শোভনকে দেখতে একেবারেই ভালো লাগে না। ও তো নিজের কথা নিজে এসেই বলতে পারে। কেন ও কথা বলছে না। কেন মাধ্যম করে এগনোর চেষ্টা করছে।

নিজে বসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে

নিজে বসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে

আমি চাই, ও আসুক। নিজে বসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তা না করে চুপচাপ বসে থাকলে কি সমস্যার সমাধান হবে। সেই সমস্যা আরও জটিল হবে। যেমনটা আজ হয়েছে।

বিজেপিকে খোঁচা পার্থর

বিজেপিকে খোঁচা পার্থর

পার্থ মনে করেন, বিজেপি ভোট বৈতরণী পার করতেই শোভনকে দলে টানার চেষ্টা করছে। কেননা বিজেপির কোনও মুখ নেই পুরভোটে। একজনকে চাই, খাঁড়া করার মতো। তাই শোভনকে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে।

English summary
Partha Chatterjee explains significantly about Sovan Chatterjee. He gives suggestion what to do now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X