For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপকে ‘অ আ ক খ’ বই উপহার! অমিতের সভায় সৌজন্য-বিতর্কে কটাক্ষ পার্থর

পার্থ বলেন, ‘দিলীপ ঘোষের কথা নিয়ে আমি ভাবি না। ওকে একটা ‘অ আ ক খ’ বই দিতে হবে। কারণ ও একজন আধা বাঙালি।’

  • |
Google Oneindia Bengali News

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আধা বাঙালি হিসেবে ব্যাখ্যা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নদিয়ার কল্যাণীতে আদিবাসী উৎসবে যোগ দিতে এসে পার্থ চট্টোপাধ্যায় তোপ দাগেন দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে। পার্থ বলেন, 'দিলীপ ঘোষের কথা নিয়ে আমি ভাবি না। ওকে একটা 'অ আ ক খ' বই দিতে হবে। কারণ ও একজন আধা বাঙালি।'

দিলীপকে ‘অ আ ক খ’ বই উপহার! কটাক্ষ পার্থর

শনিবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাংলার সংস্কৃতিটা কী, দিলীপ ঘোষ জানে না। যেসব মনীষীদের কথা বলে, সেটা নিজের জীবনে কাজে লাগায় না। বাংলাকে না জেনেই বড় বড় কথা বলছে, ওসব কথা বাংলার মানুষ শুনবে না। বাংলার সংস্কৃতিকে না জেনে ওরা বাংলার বুকে দাগ কাটতে পারবে না।

এদিন এনআরসি ইস্যুতে বিজেপিকে তথা কেন্দ্রীয় সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রে একটা দানবিক সরকার চলছে। তারা গায়ের জোরে নানা সিদ্ধান্ত নিচ্ছে। বাংলাকে অশান্ত করার প্রয়াস চালাচ্ছেন নানাভাবে। বিজেপি ভয় পেয়েছে, তাই বারবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় তথা বাংলায় আটকে রাখার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

[আরও পড়ুন : অমিতে 'সৌজন্য' পার্থর! তৃণমূলের ধিক্কারে দিলীপের সংঘাত-বার্তা, যুদ্ধং দেহি মেজাজ বঙ্গে][আরও পড়ুন : অমিতে 'সৌজন্য' পার্থর! তৃণমূলের ধিক্কারে দিলীপের সংঘাত-বার্তা, যুদ্ধং দেহি মেজাজ বঙ্গে]

পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, বিজেপি যতই চেষ্টা করুক, কোন লাভ হবে না। আগামী ২০১৯-এই বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। এখন স্রেফ সময়ের অপেক্ষা। ২০১৯-এ ২২-এর টার্গেট খাঁড়া করেছে বিজেপি। কিন্তু ২০১৯-এর পর দেখা যাবে বিজেপির প্রাপ্তি শূন্য।

এদিন রাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষায় অনুমোদন হারানো প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ যখন শিক্ষায় এগিয়ে যাচ্ছে, তখন পরিকল্পনামাফিক তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলেছ। আমরা মুখ্যমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রে চিঠি পাঠাচ্ছি। আশা করছি বিষয়টি বিবেচিত হবে।

[আরও পড়ুন : মুকুল পিছনে ফেললেন রাহুলকে! অমিত-সভা ঘিরে বিজেপির 'সাপ-লুডো খেলা'য় জল্পনা][আরও পড়ুন : মুকুল পিছনে ফেললেন রাহুলকে! অমিত-সভা ঘিরে বিজেপির 'সাপ-লুডো খেলা'য় জল্পনা]

English summary
TMC general secretary Partha Chatterjee criticizes BJP state president Dilip Ghosh on courtesy to Amit Shah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X