‘বিজেপি-আরএসএস একই মুদ্রার দু-পিঠ, সিপিএম এখন সাম্প্রদায়িক শক্তির মদতদাতা’
আরএসএসের চ্যালেঞ্জ ছুড়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে। কিন্তু তিনি যে আরএসএসের হুমকিকে ধর্তব্যের মধ্যেই আনছেন না তা বুঝিয়েই দিলেন পার্থ চট্টোপাধ্যায়। ফের তিনি আরএসএসকে নিশানা করে বাক্যবাণ ছাড়লেন। বললেন বিজেপি আর আরএসএস হল একই মুদ্রার দু-পিঠ। সিপিএম নেমেছে তাঁদের সাহায্য করতে। কিন্তু তাঁদের অভিসন্ধি পূরণ হবে না।

তৃণমূল মহাসচিব বলেন, ইসলামপুরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সিপিএম তাতে মদত দিচ্ছে, মদত দিচ্ছে সাম্প্রদায়িক শক্তিকেই। তিনি এদিন বিজেপি ও আরএসএসের সঙ্গে একই বন্ধনীতে রেখে আক্রমণ করেন সিপিএমকেও। শিক্ষক নিয়োগে বিলম্বের জন্য দায়ী করেন সিপিএমকে। তারপর বলেন, এলাকায় অশান্তি ছড়াতেই দাড়িভিট গিয়েছেন সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্যরা।
[আরও পড়ুন:'হাতজোড় করছি, কেউ আমাকে কাকা বলে ডাকবেন না', তৃণমূলে মহা'যুদ্ধে'র আবহ]
এর আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিজেপি আর আরএসএসকে কাঠগড়ায় তুলেছিলেন। বলেছিলেন এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি ও আরএসএসের হাত। আরএসএসের তরফে যীষ্ণু বসু সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছোড়েন।

[আরও পড়ুন: 'লাল'-গড়ে সিপিএম-এ বড় ভাঙন! বিজেপির পতাকা হাতে নিলেন পোড় খাওয়া নেত্রী]
আরএসএসের দাবি, পার্থবাবু প্রমাণ দিন যে, ইসলামপুর-কাণ্ডে আরএসএসের ভূমিকা ছিল। তা না হলে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পার্থবাবুকে। ক্ষমা চাওয়া তো দূর অস্ত, পার্থবাবু পাল্টা তোপ দেগে বিজেপি ও আরএসএসকে কাঠগড়ায় তোলেন। একইসঙ্গে এবার সিপিএমের নামও জড়িয়ে দেন বিজেপি-আরএসএসের সঙ্গে।
[আরও পড়ুন: সত্যের দুরকম সংস্করণ কি সম্ভব! রাফালে বিতর্কে রাহুল-ওলাঁদেকে এক যোগে বিঁধলেন জেটলি]