For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উবে গেল রাজনৈতিক বৈরিতা, বিজেপির দিলীপের পাশে হাজির তৃণমূলের পার্থ

অসুস্থ বিজেপি রাজ্য সভাপতিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের এই দেখাতে আসা বঙ্গ রাজনীতিতে সৌজন্যের নজির সৃষ্টি করল আবার।

Google Oneindia Bengali News

রাজনৈতিক বৈরিতাকে দূরে সরিয়ে বিজেপি সভাপতির পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করে আসেন। চিকিৎসাধীন দিলীপ ঘোষের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

উভে গেল রাজনৈতিক বৈরীতা, বিজেপির দিলীপের পাশে হাজির তৃণমূলের পার্থ

[আরও পড়ুন:মমতাকে পূ্র্ণ সমর্থন রাজ্যপালের, নেতাজি প্রশ্নে মিলে গেলেন রাজ্যের দুই প্রধান][আরও পড়ুন:মমতাকে পূ্র্ণ সমর্থন রাজ্যপালের, নেতাজি প্রশ্নে মিলে গেলেন রাজ্যের দুই প্রধান]

অসুস্থ বিজেপি রাজ্য সভাপতিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের এই দেখতে আসা বঙ্গ রাজনীতিতে সৌজন্যের নজির সৃষ্টি করল আবার। সোমবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বিজেপি সভাপতির খোঁজ নিয়েছিলেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। এদিন তিনি দলের মহাসচিবকে হাসপাতালে পাঠালেন বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে ।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এমন সৌজন্য দেখিয়েছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গাড়ি দুর্ঘটনায় পড়তে তিনি ফোন করে খোঁজ নিয়েছিলেন। তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ফোন করেছিলেন বুদ্ধদেব-পত্নী মীরা ভট্টাচার্যকে। পরদিন নিজে স্বয়ং হাজির হয়ে গিয়েছিলেন পূর্বসূরিকে দেখতে।

আর এবার নিজে ফোন করে খোঁজ নেওয়ার পর দলের মহাসচিবকে পাঠিয়ে দিলেন হাসপাতালে। সৌজন্য সাক্ষাৎ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে গেলেন। আরোগ্য কামনা করলেন। এদিনও সকাল থেকে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে বিজেপির নেতারা হাজির ছিলেন। ছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও।

রাজ্যের শাসকদলের এই সৌজন্যের রাজনীতি বিশেষ প্রশংসিত হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাজনীতিতে বিরোধিতা থাকবে, সেইসঙ্গে এই ধরনের মানবিক রাজনীতি স্বাস্থ্যকর লড়াইয়ের বাতাবরণ তৈরি করবে। বিজেপিও এই সৌজন্যে খুশি। বিজেপির দাবি, সাধারণ নেতা-কর্মীদের প্রতিও যদি এই সৌজন্য বজায় থাকে, তা রাজ্যের পক্ষে অতি মঙ্গলজনক হবে।

[আরও পড়ুন:এক-আধ টাকা নয়, দেড় কোটি টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ কর্তা সাইবার-জালে ][আরও পড়ুন:এক-আধ টাকা নয়, দেড় কোটি টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ কর্তা সাইবার-জালে ]

উল্লেখ্য, সরস্বতী পুজোর সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সরস্বতী পুজোর প্রস্তুতি নেওয়ার সময় কোমরে ব্যথা ও পায়ে অসাড়তা অনুভব করেন তিনি। তার অদ্যাবধি পরেই সংজ্ঞাও হারান। এরপরই চিকিৎসকের পরামর্শে কলকাতায় আনা হয়। মুকুন্দপুরের আমরিতে ভর্তি করা হয় দিলীপ ঘোষকে। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন বলে জানান চিকিৎসকরা। বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা।

English summary
Partha Chaterjee has gone to see Dilip Ghosh. TMC wants to proof they are away from political vendetta.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X