For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যারাটের পাঞ্চে ঘায়েল ইভটিজার ! ছাত্রীকে স্বীকৃতি প্রধান শিক্ষিকার, ভিডিওয় দেখুন

ক্যারাটের পাঞ্চে কাত ইভটিজার। ঘটনাস্থল শান্তিনিকেতন থানা এলাকার। পারমিতা ভট্টাচার্য নামে ওই ছাত্রীর পাঞ্চে ঘায়েল যুবক পালিয়ে বাঁচে। পরে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের।

  • |
Google Oneindia Bengali News

ক্যারাটের পাঞ্চে কাত ইভটিজার। ঘটনাস্থল শান্তিনিকেতন থানা এলাকার। পারমিতা ভট্টাচার্য নামে ওই ছাত্রীর পাঞ্চে ঘায়েল যুবক পালিয়ে বাঁচে। পরে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের।

বন্ধুর ডাকে সাড়া! ক্যারাটের পাঞ্চে ঘায়েল ইভটিজার

দীর্ঘ দিনের বান্ধবী। সম্প্রতি সে জানায় পড়তে যাওয়ার পথে এক যুবক তাকে নিয়মিত অনুসরণ করছে, কটূ কথা বলছে। বান্ধবীর বাড়ি শান্তিনিকেতন থানার প্রান্তিকে। সেখান থেকে সে পড়তে যায় বোলপুরের মকরমপুরে।

বন্ধুর অভিযোগের ভিত্তিতে সাইকেলে পড়তে যাওয়া বান্ধবীকে সাইকেলে করেই অনুসরণের সিদ্ধান্ত নেয় শান্তিনিকেতনের গোয়ালপাড়ার বাসিন্দা পারমিতা ভট্টাচার্য। প্রান্তিকের ক্যানাল সেতুর কাছে, মোটরবাইকে থাকা এক যুবককে দেখে বান্ধবীকে উত্তক্ত করতে। পিছনে থাকা পারমিতাকেও কটূ কথা বলে।

[আরও পড়ুন: বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবার হাতের মুঠোয়, আসছে সরকারি কোচিং সেন্টার][আরও পড়ুন: বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবার হাতের মুঠোয়, আসছে সরকারি কোচিং সেন্টার]

এই সময়ই পারমিতা সাইকেল থেকে নেমে মোটরবাইকটিকে দাঁড় করায়। ক্ষণিকের এই ঘটনায় দৃশ্যই হকচকিয়ে যায় ওই যুবক। বাইক থেকে নামানোর সঙ্গে সঙ্গে পারমিতা বেশ কয়েকটি ক্যারাটের পাঞ্চ কষিয়ে দেয় যুবকের গায়ে। রাস্তার ওপর পড়ে যায় ওই যুবক। এরপর কোনও রকমে মোটরবাইকে উঠে পালায় সেই যুবক। পরে পারমিতা ও তার বান্ধবী শান্তিনিকেতন থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।

[আরও পড়ুন: হাওড়ায় নৃশংস খুন ব্যাঙ্ককর্মী! রাস্তার ধার থেকে উদ্ধার মুন্ডহীন দেহ][আরও পড়ুন: হাওড়ায় নৃশংস খুন ব্যাঙ্ককর্মী! রাস্তার ধার থেকে উদ্ধার মুন্ডহীন দেহ]

পারমিতা জানিয়েছে, গত চারবছর ধরে সে ক্যারাটের প্রশিক্ষণ নিচ্ছে। ইতিমধ্যেই সে ক্যারাটের গ্রিন বেল্টের অধিকারীও হয়েছে।

[আরও পড়ুন:নতুন গাড়ি কেনার চিন্তা করছেন! তৈরি থাকুন দীর্ঘ মেয়াদি বিমার জন্য][আরও পড়ুন:নতুন গাড়ি কেনার চিন্তা করছেন! তৈরি থাকুন দীর্ঘ মেয়াদি বিমার জন্য]

বৃহস্পতিবার স্কুলের যাওয়ার পর বোলপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতাকে অভিনন্দন জানান।

English summary
Paromita Bhattacharya of Shantiniketan rescues friend by her Karate punch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X