প্রাথমিক বিদ্যালয়গুলির বিদ্যুতের বিল মেটাবে গ্রাম পঞ্চায়েত
প্রাথমিক বিদ্যালয়গুলিকে আর নিজেদের স্কুলের বিদ্যুৎ বিলের টাকা দিতে হবে না। এবার থেকে এই টাকা যে এলাকায় ওই প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই এলাকার গ্রাম পঞ্চায়েত এই বিল মেটাবে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের একটি বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের কথা জেলার গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য দপ্তর গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের এই নির্দেশনামায় বলা হয়েছে যে, প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ বিলের টাকা এলাকার গ্রাম পঞ্চায়েত তাদের ভাঁড়ার থেকে মেটাবে।
বিভিন্ন প্রাইমারি স্কুলে যে বিদ্যুৎ সংযোগ রয়েছে, তার বিল এতদিন মেটাতে হতো স্কুলকেই। কিন্তু এই বিল দিতে গিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হত স্কুলগুলিকে। এই সমস্যার সমাধান করতে জেলার প্রশাসন ও শিক্ষা দফতরের কাছে আবেদন জানায় স্কুলগুলি।
তারপরে, গত ২২ জুন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি সদনে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রাথমিক বিদ্যালয়গুলিকে আর এই বিদ্যুৎ বিলের টাকা নিজেদের দিতে হবে না। এই টাকা দিয়ে দেবে এলাকার গ্রাম পঞ্চায়েতগুলি।