For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত হিংসায় এবার শিকার শিশু, মানিকচকে ৪ বছরের বালকের মাথায় ঢুকে গেল গুলি

মালদহের মানিকচকে গুলিবিদ্ধ হল বিজেপি প্রার্থী পুতুল মন্ডলের ৪ বছরের শিশু। পঞ্চায়েতের বোর্ড গঠনের ভোটাভুটিতে পুতুল তৃণমূলকে ভোট দিয়েছিলেন বলে সন্দেহ করে বিজেপির স্থানীয় নেতৃত্ব।

Google Oneindia Bengali News

ফের চলল গুলি। উপলক্ষ্য সেই পঞ্চায়েতের বোর্ড গঠন। রেহাই পেল না শিশুও। এবার এক ৪ বছরের শিশুর মাথায় এসে লাগল গুলি। মালদহের মানিকচকের ঘটনা।

মানিকচকে পঞ্চায়েত-হিংসা, গুলিবিদ্ধ বিজেপি প্রার্থীর ৪ বছরের শিশু, অভিযোগের তীর বিজেপির দিকেই

পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে এখানে ভোটাভুটি হয়। এখানে বিজেপি জিতেছিল মোট ১০ টি আসনে। কিন্তু বোর্ড গঠনের দিন দেখা যায় বিজেপির প্রতিনিধি ৯টি ভোট পেয়েছেন। অর্থাত তাদের কোনও জয়ী প্রার্থী বিজেপিকে ভোট দেননি। মনে করা হয় ওই একটি ভোট গিয়েছে তৃণমূলের দিকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের সন্দেহ হয় পুতুল মন্ডল নামে এক বিজয়ী প্রার্থীকে। বিজেপির টিকিটেই গ্রাম পঞ্চায়েতে জিতেছেন পুতুল।

বৃহস্পতিবার সকালে মানিকচকে পুতুলের বাড়িতে হামলা চালায় একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। পুতুলের বাড়ি লক্ষ করে এলোপাথারি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। সেই সময় ঘরের ভিতরে বিছানায় ঘুমোচ্ছিল তাঁর ৪ বছরের ছেলে। একটি গুলি তার মাথায় এসে লাগে। এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রেফার করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

[আরও পড়ুন: গুলি করে প্রধানশিক্ষককে 'সাজা' স্কুল ছাত্রের! যোগীর রাজ্যে বাড়ছে বেআইনি অস্ত্রের কারবার][আরও পড়ুন: গুলি করে প্রধানশিক্ষককে 'সাজা' স্কুল ছাত্রের! যোগীর রাজ্যে বাড়ছে বেআইনি অস্ত্রের কারবার]

গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। যদিও বিজেপি নেতা রাহুল সিনহা ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি পাল্টা তৃণমূলের গিকে আঙুল তুলেছেন।

[আরও পড়ুন: ২০১৯-এ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত, দাবি জেটলির][আরও পড়ুন: ২০১৯-এ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত, দাবি জেটলির]

প্রথমে পঞ্চায়েত ভোটের প্রচার, তারপর ভটোর দিন, ফল বের হওয়ার পর একের পর এক হিংসার ঘটনার সাক্ষী হয়েছিল বাংলা। এখন আবার বোর্ড গঠনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তাপ বাড়ছে গ্রাম বাংলায়। গত ৩ দিনে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বোর্ড গঠনের হিংসায়। উদ্ধার হয়েছে হাজার খানেক বোমা এবং বহু আগ্নেয়াস্ত্র। মালদহতেও একের পর এক হিংসার খবর এসেছে বোর্ড গঠনকে ঘিরে। এবার সেই হিংসায় শিকার হল এক ৪ বছরের বালক।

[আরও পড়ুন: বিহারে মোদী-নীতীশ আসন রফা চূড়ান্ত! লোকসভা নিয়ে ঘর গুছিয়ে ফেলল বিজেপি-জেডিইউ জোট ][আরও পড়ুন: বিহারে মোদী-নীতীশ আসন রফা চূড়ান্ত! লোকসভা নিয়ে ঘর গুছিয়ে ফেলল বিজেপি-জেডিইউ জোট ]

English summary
In yet another incident of volence, 4 year-old boy of BJP candidate Putul Mandal was shot in Manikchak of Malda. Putul allegedly voted for TMC in board formation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X