For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েতের মুখে ধাক্কা তৃণমূলে, সটান বিজেপি অফিসে গিয়ে যোগদান সমিতি সভাপতির

এতদিন জমাট বেঁধেছিল ক্ষোভ। পঞ্চায়েত ভোট আসতেই তার বিস্ফোরণ ঘটল। একেবারে পঞ্চায়েতের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি।

Google Oneindia Bengali News

এতদিন জমাট বেঁধেছিল ক্ষোভ। পঞ্চায়েত ভোট আসতেই তার বিস্ফোরণ ঘটল। একেবারে পঞ্চায়েতের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা মাহাতোর দলবদলে জঙ্গমহলে জোর ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস।

পঞ্চায়েতের মুখে ধাক্কা তৃণমূলে, বিজেপিতে যোগ সভাপতির

পুরুলিয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি নিজেই বিজেপির অফিসে হাজির হয়ে যান। সেখানে গিয়ে বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন। এবং বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। মনিকাদেবীর যোগদানে স্বভাবতই উচ্ছ্বসিত বিজেপি শিবির। এবার যে তাঁরা জঙ্গলমহলে তৃণমূলকে জোর ধাক্কা দিতে চলেছে, তা ক্রমই নিশ্চিত করে তুলেছে বিজেপি।

মনিকাদেবী বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সমিতির সভাপতি করেছিলেন। কিন্তু বিগত পাঁচ বছরে আমাকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। সব কাজই সহ সভাপতি ও তাঁর ছেলে করেছেন। আমাকে সাজিরে রাখা হয়েছিল পুতুলের মতো। সেই কারণেই দলবদল করলাম। তৃণমূলে স্বাধীনভাবে কাজের কোনও পরিবেশ নেই।'

English summary
Panchayat samiti savapati Manika Mahato of TMC joins in BJP at Purulia. Tmc is broken before panchayat election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X