For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি তৃণমূলের লক্ষ্মী! কোনও চিন্তা নেই সুব্রতর, পঞ্চায়েতে নয়া অঙ্কের তত্ত্ব

বিজেপি আমাদের লক্ষ্মী। পঞ্চায়েত বা লোকসভা ভোটে বিজেপিতে নিয়ে কোনও চিন্তা নেই। বিজেপিই আমাদের জেতার পথ সহজ করে দেবে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোগের আগে অনেকটাই তিনি ও তাঁর দল নিশ্চিন্ত বলে মন্তব্য করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শিলিগুড়িতে সরস মেলার উদ্বোধনে গিয়ে সুব্রতবাবু বলেন, 'বিজেপি আমাদের লক্ষ্মী। পঞ্চায়েত বা লোকসভা ভোটে বিজেপিতে নিয়ে কোনও চিন্তা নেই। বিজেপিই আমাদের জেতার পথ সহজ করে দেবে।'

বিজেপি তৃণমূলের লক্ষ্মী! কোনও চিন্তা নেই সুব্রতর

সুব্রত মুখোপাধ্যায়ের কথায়, 'আগে বিরোধী ভোট দু'ভাগে ভাগ হত, এখন হবে তিনভাগে। ফলে বাড়তি সুবিধা পাবে তৃণমূল কংগ্রেস। তার কারণ তৃণমূলের ভোট ব্যাঙ্ক অটুট আছে। সাম্প্রতিক নির্বাচনগুলিতে তা প্রমাণিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট উত্তরোত্তর বে়ড়েছে। যেমন জয়ের ব্যবধান বেড়েছে, তেমনই বেড়েছে ভোট শতাংশও।'

সেই কারণেই এদিন সরস মেলার উদ্বোধনে এসে বিজেপিকে তৃণমূলের লক্ষ্মী বলে ব্যাখ্যা করেন সুব্রতবাবু। তিনি আরও বলেন, 'বিজেপি যেসব অভিযোগ করছে, সেসব বস্তাপচা অভিযোগ। ওরা নতুন কিছু বলতে পারছে না।' উল্লেখ্য, এদিন বিজেপি নেতা মুকুল রায় আক্রমণ করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধার্থশঙ্কর রায়ের জমানার কথা মনে করিয়ে দিচ্ছেন। সাতের দশক ফিরে এসেছে আবার। পুলিশ দিয়ে সরকার চলছে। জ্যোতি বসুর আমলে তবু রাজনীতি করা যেত। এখনও সেই পরিসরটুকুও নেই।'

সুব্রতবাবু এ প্রসঙ্গে বলেন, 'বিরোধী দলে থাকলে আমিও এসব কথা বলতাম। এগুলো বিরোধী দলের বাঁধাধরা অভিযোগ। আমরা করে এসেছি। এখন বিরোধী দল ওগুলো করছে। ওসব অভিযোগ করে ভোটে জেতা যায় না।' তিনি বলেন, 'সামনেই তো দুটি উপনির্বাচন রয়েছে রাজ্যে। সেখানেই আরও পরিষ্কার হয়ে যাবে ভোট চিত্রটা। একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন বিজেপির ফলাফল। দুধ কা দুধ, পানি কা পানি- পরিষ্কার হয়ে যাবে।'

শিলিগুড়িতে সরস মেলার উদ্বোধনে গিয়ে বিজেপির সমালোচনায় মুখর হন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আর কয়েকমাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে তিনি যে খুব বেশি চিন্তায় নেই, পঞ্চায়েতে তাঁদের সরকার যে প্রভূত উন্নয়ন করেছে, তার নিরিখেই জয় আসবে। বিরোধীরা তাঁদের ভোট ব্যাঙ্কে আঁচড়ও কাটতে পারবে না।

English summary
Panchayat Minister Subrata mukharjee says bjp isn’t factor in West Bengal election. BJP will help to TMC to win Panchayat Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X