For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে যোগদান, এক মাসের মধ্যেই পুনর্দখল পঞ্চায়েত

ঘরের ছেলেরা অবশেষে ফিরে এল ঘরে। বাঁকুড়া তৃণমূলে ফের জোয়ার লাগল তৃণমূলীদের ঘরে ফিরে আসায়। বিজেপি ছেড়ে নাকাইজুড়ি অঞ্চলের প্রধান ও উপপ্রধান-সহ বেশ কিছু নেতা তৃণমূলে যোগদান করলেন।

Google Oneindia Bengali News

ঘরের ছেলেরা অবশেষে ফিরে এল ঘরে। বাঁকুড়া তৃণমূলে ফের জোয়ার লাগল তৃণমূলীদের ঘরে ফিরে আসায়। বিজেপি ছেড়ে নাকাইজুড়ি অঞ্চলের প্রধান ও উপপ্রধান-সহ বেশ কিছু নেতা তৃণমূলে যোগদান করলেন। লোকসভা ভোটের পর যে বিপর্যয় নেমে এসেছিল তৃণমূলে। বিভিন্ন এলাকায় দলছাড়ার হিড়িক পড়ে গিয়েছিল। সেই বিপর্যয় কাটিয়ে তৃণমূল আবার সংঘবদ্ধ হচ্ছে।

পঞ্চায়েত পুনর্দখল

পঞ্চায়েত পুনর্দখল

মাসখানেক আগে বাঁকুড়ার ওন্দায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বেশ কিছু পঞ্চায়েত সদস্য, নেতা-নেত্রী। ফলে কয়েকটি পঞ্চায়েত হাতছাড়া হয়ে গিয়েছিল। এবার সেই পঞ্চায়েতগুলিই পুনর্দখল করতে শুরু করে দিল তৃণমূল।

বিজেপি ছেড়ে তৃণমূলে

বিজেপি ছেড়ে তৃণমূলে

বিজেপিতে যোগদানের যে জোয়ার এসেছিল, তা এখন থেমে গিয়েছে। বিজেপি সেই জোয়ার ধরে রাখতে পারেনি। ফলে জোয়ারের জলে আর ভেসে আসছে না কেউ। উল্টে যাঁরা এসেছিল, ভাঁটার টানে তাঁরা ফের ফিরে যাচ্ছে পুরনো দলে।

ঘরে ফেরা তৃণমূলীদের

ঘরে ফেরা তৃণমূলীদের

শনিবার বাঁকুড়ার তৃণমূল ভবনে নাকাইজুড়ি পঞ্চায়েতের প্রধান ও উপ্রধান যোগ দিলেন তৃণমূলে। তাঁদের হাতে পতাকা তুলে দিলেন তৃণমূল বিধায়ক প্রবীণ নেতা অরূপ খাঁ। গ্রামীণ জেলা সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, লোকসভা নির্বাচনের পর ভয় দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি করে এঁদের যোগদান করিয়েছিল বিজেপি। তাঁদের অনেকেই ফিরে এসেছেন তৃণমূলে।

একমাসেই কামব্যাক

একমাসেই কামব্যাক

এর আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বেশ কিছু পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন। এবার পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানও যোগ দিলেন তৃণমূলে। এই পঞ্চায়েত ফের তৃণমূলের হল। একমাসও বিজেপি ধরে রাখতে পারল না পঞ্চায়েতের ক্ষমতা।

English summary
Panchayat members with pradhan join TMC leaving BJP within one month’s journey. TMC occupies panchayat also with this joining in Bankura.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X