For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেজে গেল দামামা! কবে শুরু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট, জেনে নিন

রাজ্যে পঞ্চায়েত ভোট হতে যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহেই। এমনটাই জানা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। তিন দফায় হবে ভোট। ১৫ এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে পঞ্চায়েত ভোট হতে যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহেই। এমনটাই জানা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। তিন দফায় হবে ভোট। ১৫ এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানা গিয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহেই নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সূত্রের খবর। এদিকে বৃহস্পতিবারই রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন।

বেজে গেল দামামা! কবে শুরু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট, জেনে নিন

বোলপুরে প্রশাসনিক সভা থেকে অগাস্ট মাসে পঞ্চায়েত ভোটের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, এরই মধ্যে রাজ্য প্রশাসনের কাছে চিঠি দিয়ে ভোটের দিনক্ষণের কছা জানতে চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। নবান্নের তরফে চিঠি দিয়ে মে মাসে ভোট করানোর কথা জানানো হয়।

১৬ মে শুরু হচ্ছে রমজান মাস। ফলে সেখান থেকে এক মাসের মধ্যে কোনও নির্বাচন করানো সম্ভব নয় তৃণমূলের তরফে। তাই ১৫ মে-র মধ্যেই পুরো নির্বাচন প্রক্রিয়া শেষে করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। বুধবারই বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দেয় রাজ্য নির্বাচন কমিশন।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। এভাষাতেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তোলা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি উড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার। এমন কী প্রতি বুথে সশস্ত্র বাহিনী দেওয়া যাবে না বলেও রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে সোমবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং। রাজ্য নির্বাচন কমিশনার মে মাসের মধ্যে পঞ্চায়েত ভোট প্রক্রিয়া শেষ করার কথা রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছিলেন। তিন দফায় ভোট করার কথাও জানানো হয়েছিল। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বৈঠক রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে।

তবে ২০১৩ সালের মতো পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের কোনও রকমের বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা নেই। কেননা ২০১৩ সালে এই দিন ঘোষণা নিয়েই সরকারের সঙ্গে বিরোধ বেধেছিল রাজ্য নির্বাচন কমিশনের।

English summary
Panchayat election in West Bengal will start from the first week of May 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X