For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেল রাজ্যে! কমিশনের সর্বদল বৈঠকেই নির্ঘণ্ট চূড়ান্ত

মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন আগস্টে হতে পারে পঞ্চায়েত ভোট। কিন্তু ফের উদ্ভুত পরিস্থতি আভাস দিচ্ছে, সঠিক সময়েই পঞ্চায়েত ভোট হবে এবার।

Google Oneindia Bengali News

রাজ্য সরকার ঘোষণা না করলেও মে মাসের প্রথম সপ্তাহেই পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা প্রবল বলে আগেই আভাস মিলেছিল নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশিনের একটি চিঠিকে ঘিরেই যখন সেই সম্ভাবনার পারদ চড়ছিল, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন আগস্টে হতে পারে পঞ্চায়েত ভোট। কিন্তু ফের উদ্ভুত পরিস্থতি আভাস দিচ্ছে, সঠিক সময়েই পঞ্চায়েত ভোট হবে এবার।

পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেল রাজ্যে! কমিশনের সর্বদল বৈঠকেই নির্ঘণ্ট চূড়ান্ত

[আরও পড়ুন: মোদী-বিরোধী জোটে মুখ মমতাই! প্রশ্নে ফেডেরাল ফ্রন্ট নাকি নয়া মডেলের ইউপিএ][আরও পড়ুন: মোদী-বিরোধী জোটে মুখ মমতাই! প্রশ্নে ফেডেরাল ফ্রন্ট নাকি নয়া মডেলের ইউপিএ]

বৃহস্পতিবার সর্বদল বৈঠকের ডাক দিয়েছে নির্বাচন কমিশন। সেই বৈঠক পঞ্চায়েতের নির্ঘণ্ট চূড়ান্ত করার জন্য বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহেই পঞ্চায়েত ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হতে পারে। আর তা হলে মে মাসের প্রথম সপ্তাহেই পঞ্চায়েত ভোটের সম্ভাবনা রাজ্যে।

সপ্তাহ দুয়েক আগে নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল রাজ্য সরকারকে। রাজ্য সরকারকে ভোটের নির্দিষ্ট তারিখ জানিয়েই নির্বাচন কমিশন এই চিঠি দেয়। সেইমতো শুধু রাজ্যের সিলমোহরের অপেক্ষায় যখন ঝুলছিল পঞ্চায়েতের নির্ঘণ্ট, তখনই পঞ্চায়েতের দিন নিয়ে চাপানউতোর শুরু হয় নবান্নে। পরে নির্বাচন কমিশন তাঁদের প্রস্তাবে সবুজ সংকেত পেতেই এই সর্বদলের আয়োজন বলে মনো করা হচ্ছে।

এই অবস্থায় সব কিছু ঠিকঠাক চললে, এবার তিন দফায় রাজ্যের পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশন চাইছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পঞ্চায়েত ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করে দিতে। তাহলে যেমন রমজান মাস এড়ানো যাবে, তেমনই অনেক পিছিয়েই যেতে হবে না। নির্দিষ্ট সময়েই ভোট সংঘটিত করা যাবে।

বৃহস্পতিবার সর্বদল বৈঠকে নির্বাচন কমিশন মতামত নিতে চাইছে সমস্ত দলের। সেখানে ঐক্যমত্য হলে ৩, ৭ ও ১০ মে হতে পারে ভোট। আর ভোটের ফলাফল প্রকাশ হতে পারে ১৩ মে। এখন রাজ্য সরকারের সবুজ সংকেত মিললেই রাজ্যে শুরু হয়ে যাবে ভোট-দামামা। শেষ পর্যন্ত কমিশন-প্রস্তাবিত নির্ঘণ্ট মেনেই রাজ্যে ভোট চূড়ান্ত হতে চলেছে বলেই রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে।

English summary
Panchayat Election can be finalized in all party meeting on Thursday. Election commission now writes a letter to government. Commission is ready to take vote,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X