For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাইকপাড়ায় বৃদ্ধ দম্পতি ধারের টাকা ফেরত চেয়েই খুন!

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৭ জুলাই : বৃহস্পতিবার পাইকপাড়ার ইন্দ্রলোক আবাসনে ফ্ল্যাটের ভিতরে কুপিয়ে খুন করা হয় এক বৃদ্ধ দম্পতিকে। কোনও পূর্ব পরিচিত আততায়ীই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছিল পুলিশ। এদিনের তদন্তের পর সন্দেহের তির বাড়ির প্রাক্তন পরিচারিকা পূর্ণিমার স্বামী বাপ্পার দিকে। তাকে আটক করে জেরার পরে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ। ["পাইকপাড়ায় প্রৌঢ় দম্পতিকে কুপিয়ে খুন"]

পুলিশ সূত্রে খবর, এই দুজনকে প্রাণগোপালবাবু বেশি কিছু টাকা ধার দেন। অভিযোগ, সেই ধারের টাকা ফেরত দেওয়া নিয়েই তাঁর সঙ্গে পূর্ণিমা ও বাপ্পার সঙ্গে বচসা হয়। তার জেরেই এই হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

পাইকপাড়ায় বৃদ্ধ দম্পতি ধারের টাকা ফেরত চেয়েই খুন!


প্রতিবেশীদের কেউ কেউ নাকি আগের দিন রাতে বাপ্পাকে ওই বাড়ি থেকে বেরিয়েও যেতে দেখেছেন। ফলে সবমিলিয়ে সন্দেহের তির বাপ্পার দিকেই। পূর্ণিমা জানিয়েছেন, মৃত দম্পতি খুবই ভালোমানুষ ছিলেন। তাঁর স্বামী বাপ্পা কোনও দোষ করে থাকলে তার যেন শাস্তি হয়।

পাইকপাড়ার এই আবাসনটি এলাকায় যথেষ্ট পরিচিত। সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। একইসঙ্গে শহরের বিভিন্ন আবাসনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, মৃত দুই বৃদ্ধ প্রাণগোপাল দাস ও রেণুকা দাস অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। প্রাণগোপালবাবু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। আর রেণুকাদেবীও অধ্যাপনার কাজ করেছেন দমদমের একটি কলেজে।

English summary
Paikpara couple murdered after demanding lent money!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X