ডাম্পারের ধাক্কায় ভাঙল রেলগেট, আটকে রইল পদাতিক এক্সপ্রেস
ডাম্পারের ধাক্কায় ভেঙে পড়ল রেলগেট। ফলে অনেকক্ষণ দাড়িয়ে থাকে পদাতিক এক্সপ্রেস। ট্রেনটির দাঁড়িয়ে থাকার খবর পেয়ে ছুটে আসেন আরপিএফ অফিসাররা। তারা এসে ঘটনাটি খতিয়ে দেখেন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রোড ষ্টেশন সংলগ্ন ডেঙ্গুয়াঝার রেলগেটে। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পদাতিক একপ্রেসের যাত্রীরা। ডাম্পারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিল রেল। শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার আসার পথে ১২৩৭৭ আপ পদাতিক এক্সপ্রেস দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল।

ডেঙ্গুয়াঝার রেলগেটের গেট ম্যান সুব্রত সরখেল জানান আপ পদাতিক এক্সপ্রেস জলপাইগুড়ি রোড ষ্টেশনের ঢোকার খবর হয়েছিল। এরপর ষ্টেশন মাষ্টারের নির্দেশ মত আমি হুটার বাজিয়ে রেলগেটটি ফেলছিলাম হঠাৎ একটি বালি বোঝাই ডাম্পার রেলগেট পরা আছে দেখেও রেললাইনে ঢুকে পরে। আমি হাত নাড়িয়ে বারণ করা সত্বেও ডাম্পারটি রেলগেট ভেঙে দিয়ে ঢুকে যায়। সিগন্যাল না পাওয়ায় আটকে পরে শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার গামী পদাতিক এক্সপ্রেস। ১২৩৭৭ আপ পদাতিক এক্সপ্রেস দির্ঘক্ষন রোড ষ্টেশনের ঢোকার মুখে দাড়িয়ে থাকে। এরপর রোড ষ্টেশনের আরপিএফ এসে ডাম্পারটিক আটক করে।
জলপাইগুড়ি রোড ষ্টেশনের আরপিএফ ইনস্পেকটর সুনীল কুমার বলেন একটা বালি বোঝাই ডাম্পার রেলগেট ভেঙে ঢুকে গিয়েছিল রেললাইনে। তারপর আমরা ডাম্পারটিকে আটক করেছি। এবং মামলা করা হয়েছে। ডাম্পারের ড্রাইভার পলাতক তার খোজে তল্লাশি চালানো হচ্ছে।