তৃণমূলে ভাঙন ধরিয়ে 'জোর কা ঝটকা'! ২০২১ নির্বাচনের আগে দলে দলে পদ্মশিবিরে
করোনার আবহে শুধু পদ্মশিবিরেই ভাঙনের বার্তা শোনা যাচ্ছিল। এবার উলটপুরান ঘটল দক্ষিণ দিনাজপুরে। তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ দিনাজপুরে জেলা তৃণমূলে ভাঙন ধরিয়ে দিল বিজেপি। প্রায় ৫০০ পরিবারের কমপক্ষে ২০০০ সদস্য যোগ দিলেন বিজেপিতে। তৃণমূলকে পাল্টা দিয়ে ফের হাসি ফুটল দিলীপ ঘোষদের মুখে।

৫০০ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে
সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন পার্টিকর্মীরা। জেলার ভাটপাড়া ও গঙ্গারামপুরের প্রায় ৫০০ পরিবার তৃণমূলের ছত্রছায়া থেকে বেরিয়ে বিজেপি শিবিরে যোগ দেয়। তাঁদের হাতে বিজেপির গেরুয়া পতাকা তুলে দেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

মোদীর উন্নয়ন জোয়ারে সামিল হতেই
এই বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে বিজেপিতে যোগদান করিয়ে সাংসদ সুকান্ত মজুমদার বলেন, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক পদক্ষেপ নিয়ে কীভাবে উন্নয়ন ঘটিয়ে চলেছেন। মোদীজির সেই উন্নয়নে সামিল হতেই বাংলার মানুষ তৃণমূল ছেড়ে বিজেপির দিকে আসছেন।

কেউ বিজেপিতে যাচ্ছেন না, প্রতিক্রিয়া
তবে বিজেপিতে যোগদানের এই খবরকে সটান উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি অর্পিতা ঘোষ। তিনি বলেন, কেউ বিজেপিতে যাচ্ছেন না। ওঁরা একই লোককেই বারবার যোগদান করাচ্ছেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে খুশি রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিপর্যয়ের মধ্যে মানুষের পাশে রয়েছেন।

পাল্টা ঝটকা দিল বিজেপি
কিছুদিন ধরেই দক্ষিণ দিনাজপুর তৃণমূল নতুন করে সাজার চেষ্টা করছে। তৃণমূল ভাঙিয়ে বিপ্লব মিত্রকে দলে নিয়েছিল বিজেপি। তাঁকে ফিরিয়ে নিতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিপ্লব মিত্রের মতো হেভিওয়েটকে যদি তৃণমূল ফেরাতে পারে, তবে ২০২১-এর আগে বড় ঝটকা দেওয়া যাবে। তারই মধ্যে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি।
'সচিন পাইলট রাহুল গান্ধীর হৃদয়ে বসবাস করেন'! রাহুলের অফিস থেকে পাইলটের জন্য এল বিশেষ বার্তা