For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্জুন-গড়ে থাবা তৃণমূলের! বিজেপি ছেড়ে দলে দলে ‘ঘরওয়াপসি’ পুরভোটের আগে

পুরসভা নির্বাচনের প্রাক্কালে ফের অর্জুন-গড়ে থাবা বসাল তৃণমূল কংগ্রেস। বারাকপুরে শিল্পাঞ্চলের টিটাগড়ে বড় সংখ্যক বিজেপি নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে।

Google Oneindia Bengali News

পুরসভা নির্বাচনের প্রাক্কালে ফের অর্জুন-গড়ে থাবা বসাল তৃণমূল কংগ্রেস। বারাকপুরে শিল্পাঞ্চলের টিটাগড়ে বড় সংখ্যক বিজেপি নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে। এর ফলে পুরসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের শক্তি বাড়ল। বিজেপিকে বেশ খানিকটা অস্বস্তিতে ফেলে তাঁরা দল ছাড়লেন। এর ফলে বিজেপির শক্তি কিছউটা হলেও কমল বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

সম্প্রতি টিটাগড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন দুই শতাধিক বিজেপিকর্মী। বারাকপুর বিজেপির শ্রমিক সংগঠনের নেতা পরবিন্দর চৌধুরীর নেতৃত্বে তাঁরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁরা তৃণমবলের কার্লায়ে এসে তৃণমূলের তেরঙ্গা পতাকা হাতে তুলে নেন। তাঁদের এই দলত্যাগ বিজেপির কাছে পাল্টা আঘাত।

এক বছর যেতে না যেতেই বিজেপিতে মোহভঙ্গ

এক বছর যেতে না যেতেই বিজেপিতে মোহভঙ্গ

লোকসভার আগে এমনইভাবে তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। এতদিন তাঁরা বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ছত্রছায়ায় ছিলেন। কিন্তু এক বছর যেতে না যেতেই বিজেপিতে মোহভঙ্গ হল তাঁদের। তাঁরা আবার তৃণমূলে পিরলেন। ঘরওয়াপসি হল তাঁদের।

পুরনো সহকর্মীদের ফিরে পেয়ে খুশি

পুরনো সহকর্মীদের ফিরে পেয়ে খুশি

তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন টিটাগড় পুরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তাঁরা যেমন পুরনো সহকর্মীদের ফিরে পেয়ে খুশি, যোগদানকারীরাও খুশি পুরনো দলে ফিরে এসে।

বিজেপিকে ভেঙে বিধায়কের বার্তা

বিজেপিকে ভেঙে বিধায়কের বার্তা

ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত বলেন, লোকসভা নির্বাচনের আগে ওঁরা ভুল বুঝে আমাদের ছেড়ে চলে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে বিজেপিতে গিয়ে কতবড় ভুল করেছে। বিজেপি কারও ভালো চায় না। তাই ঘরের ছেলেরা ফিরে এল এবং আমাদের শক্তিবৃদ্ধি হল।

English summary
Over 200 workers join in TMC leaving BJP at Arjun Singh’s fort Barakpur. TMC increases power to break BJP before municipal election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X