For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ওয়ার্ডে প্রার্থী গড়ে ১০ জন! ১৪৪ ওয়ার্ডে ১৫০০ আবেদন নিয়ে প্রমাদ গুনছে বিজেপি

এক ওয়ার্ডে প্রার্থী হতে চান গড়ে ১০ জন! ১৫০০ আবেদন নিয়ে প্রমাদ গুনছে বিজেপি

Google Oneindia Bengali News

কলকাতা পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা হল ১৪৪। এই ১৪৪ ওয়ার্ডে প্রার্থী হওয়ার জন্য বিজেপিতে আবেদনের সংখ্যা ছাড়াল দেড় হাজার। পুরভোটে প্রার্থী হওয়ার জন্য বিজেপি আবেদন গ্রহণ করবে বলে জানাতেই ভূরিভূরি আবেদনপত্র জমা পড়তে শুরু করে। শুধু কলকাতাতেই নয়, এই পরিস্থিতি রাজ্যের অন্য পুরসভাগুলিতেও।

১৪৪ ওয়ার্ডে ১০ গুনেরও বেশি আবেদন

১৪৪ ওয়ার্ডে ১০ গুনেরও বেশি আবেদন

রাজনৈতিক মহলেরর একাংশ মনে করছে, বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার নেবে। কেননা মাত্র ১৪৪ ওয়ার্ডে ১০ গুনেরও বেশি আবেদন জমা পড়েছে। প্রার্থী হতে না পারলে অন্তর্দ্বন্দ্ব তৈরি হবেই। বিজেপি তাই এখন থেকেই রীতিমতে চিন্তিত। এখন তেকেই নয়া কৌশল ছকতে শুরু করে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

১০ জনের মধ্য থেকে এক জনকে বেছে নিতে হবে

১০ জনের মধ্য থেকে এক জনকে বেছে নিতে হবে

ধরে নেওয়া যেতেই পারে এক একটি কেন্দ্রে বিজেপিকে ১০ জনের মধ্যে থেকে এক জনকে বেছে নিতে হবে। বাকি ৯ জনের মানরক্ষা করা কিন্তু মুখের কথা নয়। সেটা করতে গেলে রীতিমতে কাঠখড় পোড়াতে হবে। তাই কোমর বেঁধেই নামছে বঙ্গ বিজেপি। সর্বভারতীয় নেতৃত্বের অনুমোদন নিয়ে বঙ্গ বিজেপি অন্তর্কলহ রুখতে ঝাঁপাচ্ছে।

আবেদনের পাশাপাশি দিতে হবে মুচলেকা

আবেদনের পাশাপাশি দিতে হবে মুচলেকা

বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবেদনের পাশাপাশি মুচলেকা দিতে হবে সমস্ত আবেদনকারীকে। মুচলেকায় পরিষ্কার, প্রার্থী না হলে দলের বিরুদ্ধে কোনও বিদ্রোহ করা যাবে না। কোনও ক্ষোভ-বিক্ষোভ দেখানো যাবে না। আমরা দলের অনুগত হয়েই থাকতে হবে। তা না হলে আবেদনপত্র খোলাই হবে না বিজেপির আবেদনকারীদের।

মুচলেকায় কী লিখতে হচ্ছে

মুচলেকায় কী লিখতে হচ্ছে

মুচলেকায় লিখতে হচ্ছে- আমি প্রার্থী হতে না পারলে, দলের স্বার্থে সকলে মিলে কাজ করব। যিনি প্রার্থী হবেন, তাঁর হয়ে প্রচার করব। দল যাঁকে প্রার্থী করবে, তাঁকেই আমরা মেনে নেব। তাঁকে জেতাতে আমরা সর্বচেষ্টা করব। এই মুচলেকা সবাইকে দিয়েই লিখিয়ে নেওয়া হচ্ছে। একই পরিস্থিতি কলকাতা ও হাওড়া পুরভোটের ক্ষেত্রে।

মুচলেকা-পদ্ধতি রীতমতো অভিনব

মুচলেকা-পদ্ধতি রীতমতো অভিনব

গেরুয়া শিবিরের এই মুচলেকা-পদ্ধতি রীতমতো অভিনব। দলের বিদ্রোহ ঠেকাতে কীভাবে এই পদ্ধতি কার্যকর হয়, এখন সেটাই দেখার। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় এ ব্যাপারে চরম নির্দেশিকা দিয়েছেন। সম্প্রতি কলকাতা পুরভোট সংক্রান্ত একটি বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানান কৈলাশ বিজয়বর্গীয়।

English summary
Over 1500 application submitted to be candidate for BJP in KMC election. BJP now faces a great trouble to resolve the problem,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X