For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরএসের জের, উত্তরবঙ্গে স্তব্ধ চিকিৎসা পরিষেবা

এনআরএস মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুপার স্পেশালিটি, ইসলামপুর মহকুমা হাসপাতালের আউটডোর বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন চিকিৎসকেরা।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

এনআরএস মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুপার স্পেশালিটি, ইসলামপুর মহকুমা হাসপাতালের আউটডোর বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন চিকিৎসকেরা। তাতে ভোগান্তির শিকার হন রোগী ও তাঁদের আত্মীয়রা। এমার্জেন্সি ছাড়া সরকারি হাসপাতালে অন্যান্য় চিকিৎসা পরিষেবা বন্ধ থাকায় ফিরে যেতে হয় গরীব ও দুস্থ রোগীদের।

এনআরএসের জের, উত্তরবঙ্গে স্তব্ধ চিকিৎসা পরিষেবা

আউটডোর চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা নিয়ে ডক্টর হেলথ সার্ভিসেসের জেলা সম্পাদক তথা রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক দেবব্রত রায় জানিয়েছেন, এনআরএস হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় তাঁরা আতঙ্কিত। নির্ভয়ে রোগীর চিকিৎসা করতে পারছেন না। রোগীদের সমস্যা হচ্ছে একথা স্বীকার করেও রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক দেবব্রত রায়ের বক্তব্য, রাজ্যজুড়ে একই কর্মসূচি চলছে।

অন্যদিকে, কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালও আউটডোর পরিষেবা বন্ধ রাখেন চিকিৎসকরা। এনআরএসের ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের পাশে দাঁড়ান সাধারণ মানুষও। কোচবিহার সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসকদের উপর এ ধরণের আক্রমণের ঘটনা প্রায় ঘটে বলেও অভিযোগ তোলা হয়েছে।

English summary
Outdoor department of the North Bengla hospitals closed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X