For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শনিতেই আছড়ে পড়বে বুলবুল, দুই ২৪ পরগনায় জারি হল কমলা সতর্কতা

আর আটচল্লিশ ঘণ্টার অপেক্ষা, তারপরে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই বুলবুল নিয়ে সতর্কতা জারি করা হয়েছে রাজ্যে।

Google Oneindia Bengali News

আর আটচল্লিশ ঘণ্টার অপেক্ষা, তারপরে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই বুলবুল নিয়ে সতর্কতা জারি করা হয়েছে রাজ্যে। শুক্রবার থেকেই শক্তিবৃদ্ধি করে পশ্চিমবঙ্গে দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। ৯ তারিখ শনিবার তা আরও শক্তিবৃদ্ধি করে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে। যার জেরে দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হবে। তারসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ে হাওয়া। শুক্রবার থেকেই হাওয়ার দাপট বাড়তে শুরু করবে রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে।

শনিতেই আছড়ে পড়বে বুলবুল, দুই ২৪ পরগনায় জারি হল কমলা সতর্কতা

ইতিমধ্যেই আবহাওযা দফতরের পক্ষ থেকে দুই ২৪ পরগনায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা ও নদিয়া জেলায় ভারী বৃষ্টি হবে। আট তারিখ থেকে সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। সমুদ্র উপকূল বর্তী এলাকায় পর্যটকদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওড়িশাতেও সমুদ্র উত্তাল হবে।

ওড়িশাতেও উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশাতেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গে দাপট চালানোর পর বাংলাদেশের দিকে সরে যাবে বুলবুল। সেখানেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

'বুলবুল'-এর পর কোন ঘুর্ণিঝড় ধেয়ে আসবে? 'বুলবুল'-এর পর কোন ঘুর্ণিঝড় ধেয়ে আসবে?

ঘুর্ণিঝড় 'বুলবুল'-এর সঙ্গেও নাম জড়িয়েছে পাকিস্তানের! ঘুর্ণিঝড় 'বুলবুল'-এর সঙ্গেও নাম জড়িয়েছে পাকিস্তানের!

English summary
Orange Alert issued in North and South 24 Parganas Due to Bulbul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X