একাধিক প্রশ্নে শাসক দলকে বিধানসভায় আক্রমণ বিরোধীদের
সুলতান আমল থেকে চলে আসা মেলা আচমকাই বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন পাণ্ডুয়ার সিপিএম বিধায়ক আমজাদ হোসেন। প্রত্যেক মাঘ মাসের মেলায় এই মেলা হত। সেই মেলা কেন বন্ধ করা হল?

প্রশ্নের উত্তরে মন্ত্রী গৌতম দেব বলেন, ওখানে টেনশন রয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।
চিত্রকর যামিনী রায়ের বাড়ি অধিগ্রহণের দাবি জানালেন বিধায়ক সুজিত চক্রবর্তী। জবাবে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, বিষয়টি বিবেচনা স্তরে রয়েছে। এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে।
জামুড়িয়ায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। কয়লা পাচার নিয়ে সরব হয়েছেন বিধায়ক জাহানারা খান। তার কথায়, সম্প্রতি তিনটি খুন হয়ে গিয়েছে ওই এলাকায় কয়লা পাচারকে কেন্দ্র করে। প্রশাসন সম্পূর্ণ উদাসীন। পুলিসী মদতেই চলছে কয়লা পাচার অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।
কানোরিয়া জুট মিল খোলার দাবি জানালেন উলুবেড়িয়ার বিধায়ক ইদ্রিস আলি। তিনি জানান উলুবেড়িয়ায় মোট তিনটি জুট মিল রয়েছে। এরমধ্যে কানোরিয়া জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ। মিলের কর্মীরা খুব করুন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।